এবারের হৃদবাংলায় (২০২৩) লেখা পাঠানোর ই-মেইল লিঙ্ক ও নিয়মাবলী নিচে দেয়া আছে।

হৃদবাংলা ২০২৩ এর জন্য লিখুন

লেখা পাঠানোর ই-মেইল ঠিকানা (hridbangla2023@gmail.com)। নিচের প্রযোজ্য লিঙ্কে ক্লিক করে লেখা ই-মেইল করুন।

গল্প কবিতা প্রবন্ধ অন্যান্য গদ্য

উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ উপলক্ষ্যে ‘হৃদবাংলা ২০২৩’ স্মারক সাহিত্য সংকলন প্রকাশিত হবে। সারা বিশ্বের অনাবাসী বাংলাভাষী লেখকদের লেখা সন্নিবিষ্ট হবে এই সংকলনে। এই সংকলনের জন্য লেখা আহ্বান করা হচ্ছে।

লেখা পাঠানোর নিয়মাবলী:
(১) মৌলিক বাংলা লেখা পাঠানো আবশ্যিক।
(২) কবিতা, প্রবন্ধ, ছোটগল্প বা অন্যান্য বিবিধ রচনা পাঠানো যেতে পারে
(৩) লেখার শব্দসীমা ২০০০ (এর চেয়ে দীর্ঘ রচনা বিবেচিত হবে কিনা সে বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে)।
(৪) প্রত্যেক রচয়িতা তাঁর শুধু একটিমাত্র রচনাই পাঠাতে পারবেন। আমরা আশা করি, লেখক তাঁর একটি নূতন লেখাই আমাদের পাঠাবেন। সেটি সম্ভব না হলে,সম্প্রতি প্রকাশিত লেখকের রচনাগুলোর মধ্যে সেরা লেখাটি পাঠানোর অনুরোধ রইল। পূর্বে প্রকাশিত লেখা হৃদবাংলায় প্রকাশে কোনরকম অনুমতির প্রয়োজন হলে সেটি লেখককেই সংগ্রহ করতে হবে।
(৫) লেখককে বাংলাদেশ বা ভারতের বাইরের বাসিন্দা হতে হবে
(৬) লেখা Microsoft Word-এ ‘অভ্র’ / unicode ফন্টে টাইপ করে নিচে প্রদত্ত ঠিকানায় ই-মেইল করুন। সম্ভব হলে, বিশেষ করে কবিতার ক্ষেত্রে, ওয়ার্ড ফাইলের সাথে একটি পিডিএফ ফাইলও সংযুক্ত করার অনুরোধ রইল। লেখার শিরোনামের নিচে লেখকের নাম (বাংলায় ও ইংরেজিতে) এবং বাসস্থান (শহরের ও দেশের নাম) লিখতে হবে।
(৭) লেখা পাঠানোর শেষ তারিখ ছিল ৩০ (ত্রিশ)এপ্রিল, ২০২৩ (রবিবার) (সময়সীমা বাড়িয়ে ১৮ জুন, ২০২৩ (রোববার) করা হয়েছে)।

লেখা পাঠানোর ই-মেইল ঠিকানা (hridbangla2023@gmail.com)। নিচের প্রযোজ্য লিঙ্কে ক্লিক করে লেখা ই-মেইল করুন।

গল্প কবিতা প্রবন্ধ অন্যান্য গদ্য

সম্পাদকমণ্ডলীর পক্ষে,
জ্যোতিপ্রকাশ দত্ত, প্রধান সম্পাদক
ও মোহাম্মদ ইরফান, সম্পাদকমণ্ডলীর সদস্য
হৃদবাংলা, ২০২৩।