উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের প্রথম বড় উদ্যোগ বহির্বিশ্বে বসবাস করা বাঙ্গালী সাহিত্যিক আর সাহিত্যানুরাগীদের নিয়ে একটি বড় সাহিত্য সমাবেশের আয়োজন। উল্লেখ্য বহির্বিশ্বে এধরনের সাহিত্য সমাবেশ এই প্রথম। সমাবেশের সময় নির্ধারণ করা হয়েছে মার্কিন লেবারডের লম্বা সপ্তাহান্তে, (দু’হাজার ঊনিশের ৩১ আগস্ট আর ১ সেপ্টেম্বরে)। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলাণ্টা শহরে এই সমাবেশটি অনুষ্ঠিত হবে। সমাবেশে অংশ নেয়ার আহ্বান ক্রমান্বয়ে পৌঁছে দেয়া হচ্ছে নানা দেশের বাংলা লেখকদের কাছে। ডঃ জ্যোতিপ্রকাশ দত্ত, ডঃ পূরবী বসু, ডাঃ শাহাব আহমেদ প্রমুখের নেতৃত্বে পরিচালিত সমাবেশের বিভিন্ন প্রস্তুতি পরিষদ নিরলস কাজ করে যাচ্ছে সফল একটি সমাবেশ অনুষ্ঠানের।

ইতোমধ্যে শুরু করা সাহিত্য পরিষদের ফেসবুক পাতায় পরিষদ ও সমাবেশের ব্যাপারে ব্যাপক
উৎসাহ প্রকাশ করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাস করা বাংলা সাহিত্যসেবীরা। বিশ্ব
সাহিত্য সমাবেশের প্রথম স্বাগতিক শহর হিসেবে গর্বিত আটলাণ্টার সেবা লাইব্রেরীর
স্বেচ্ছাসবকেরা এগিয়ে এসেছেন সর্বাংগীন সুন্দর একটি সমাবেশ উপহার দিতে। সেবা লাইব্রেরী
ইতোমধ্যে সমাবেশস্থল হিসেবে নির্ধারণ করেছেন আটলাণ্টার একটি উচ্চ বিদ্যালয়ের
মিলনায়তন। আমন্ত্রিত অতিথিদের আহার-বাসস্থানের বন্দোবস্ত করা হচ্ছে। সমাবেশ
উপলক্ষে একটি সংকলন প্রকাশনার প্রস্তুতি চলছে।

সাহিত্যপাঠ, সাহিত্য সংক্রান্ত কর্মশালা, সাহিত্য বিষয়ক  সেমিনার, সাহিত্য আড্ডা এমনি
নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে সাহিত্যিকদের পারস্পরিক যোগাযোগকে সমৃদ্ধতর করার
লক্ষ্যে পরিকল্পিত হচ্ছে সমাবেশের অনুষ্ঠানসূচী। সমাবেশের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতি
রেখে অনুষ্ঠানসূচিতে থাকছে পারস্পরিক জানাশোনা, বাংলা সাহিত্য সংক্রান্ত পরস্পরের
কাজের সঙ্গে পরিচিতিলাভ, অন্য ভাষায় বিশেষ করে ইংরেজিতে বাংলা সাহিত্যের অনুবাদ-
প্রসঙ্গ ও তার অগ্রগতি, ব্যক্তি পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, প্রবাসে সাহিত্য
চর্চার অসুবিধা-সুবিধা অনুধাবন, অনাবাসী বাঙালিদের রচিত সাহিত্যের নিরপেক্ষ মূল্যায়ন

প্রভৃতি নানা বিষয়। বিদেশে এমন সমাবেশ এর আগে কখনো হয়েছে জানা নেই আমাদের।
আনুষ্ঠানিক এবং ঘরোয়া আলাপ-আলোচনা-আড্ডা ছাড়াও সন্ধ্যায় সীমিত সাংস্কৃতিক
কর্মকান্ডের আয়োজন থাকবে সমাবেশে।
 
আমাদের এই সভা প্রচলিত বাঙালি অনুষ্ঠান বা উৎসব, মেলা, বইমেলা, পথমেলা,
রাজনৈতিক সভা, সাংস্কৃতিক বা বিচিত্রা অনুষ্ঠান থেকে একেবারে আলাদা। বিশুদ্ধ বাংলা
সাহিত্য নিয়ে অনুষ্ঠান করা, এবং মূলত যারা বাংলাদেশ ও পশ্চিম বাংলা ভূখন্ডের
বাইরে আছেন তাদের বাংলা সাহিত্যচর্চার প্রতিবন্ধকতা সম্পর্কে অবহিত হও্য়া
সমাবেশের প্রধান লক্ষ্য। তবে অনুষ্ঠানে সকলেই আমন্ত্রিত এবং এই সমাবেশ বাংলা
সাহিত্যের সকল অনুরাগীর জন্য উন্মুক্ত।
সমাবেশটি সার্থক করার জন্যে উত্তর আমেরিকার বাংলা সাহিত্যানুরাগী ও
সংস্কৃতিসেবী নিম্নোক্ত শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ এগিয়ে এসেছেন এবং সার্বিক সাহায্য-
সহযোগিতার অঙ্গিকার করেছেন।

দিলারা হাশেম, ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, , ডঃ নুরুন্নবী,  নূরজাহান বোস , ডঃ জিনাত নবী,  
জামালউদ্দীন হোসেন, রওশন আরা হোসেন, মাজহারুল হক,  বেলাল বেগ, সৈয়দ মোহাম্মদউল্লাহ,
ডঃ  ওমর শামস,  লুৎফর রহমান রিটন, ডঃ হায়দার আলী খান, রেখা আহমেদ, মঞ্জুর আহমেদ,
হাসান ফেরদৌস, ডঃ সেজান মাহমুদ, সাদ কামালী,  ডাঃ  হুমায়ূন কবির, ড; সিনহা মনসুর, ডঃ আবেদীন
কাদের, , ডাঃ মোহাম্মদ জামান, ডাঃ মঈনুদ্দিন মুনসী,  নাহার মনিকা, রাকীব হাসান, হাসানআল
আব্দুল্লাহ্‌,  কামরুন্নাহার জিনিয়া, খায়রুল আনাম,  ডঃ দীপেন ভট্টাচার্য, কাজী জহিরুল ইসলাম,
সৈয়দ ইকবাল, ইকবাল হাসান, তাজুল মোহাম্মদ, আনোয়ার ইকবাল, ডাঃ শাহাব আহমেদ, ডাঃ
হাসানুজ্জামান, ডঃ মোহাম্মদ ইরফান,  মোহাম্মদ হারুন রশিদ, ডঃ মোনায়েম চৌধুরী, কৌশিক
আহমদ,  তাজুল ইমাম, ডঃ সুবিমল চক্রবর্তি,  ডঃ; হাসান মাহমুদ, ডঃ ধনঞ্জয় সাহা, খালেদ
হায়দার, ডঃ আশফাক স্বপন, ডঃ পূরবী বসু, ডঃ রুদ্র শংকর, জয়ন্ত নাগ, শান্তা নাগ, বদিউজ্জামান
নাসিম, শবনম না্দিয়া, ফকির ইলিয়াস, জীবন বিশ্বাস, আনোয়ার শাহাদাৎ, আফিফা খানাম, শামীম
আলআমিন, বদিউজ্জামান আলমগীর, সুস্মিতা কর্মকার, রীতা রায় মিঠু, ডঃ; জীবেন রায়,  সালমা
বাণী, মিথুন আহমেদ, লুৎফুন্নাহার লতা, দেলোয়ার এলাহী, শামস আল মোমিন, মুজিব বিন হক, পপি
চৌধুরী, তপন চৌধুরী,  নাঈমা খান,  মঞ্জুর কাদের, ডঃ অমিতাভ রক্ষিত, জেসমিন ভট্টাচার্য,
রওশন হাসান, মনিজা রহমান, আলেয়া চৌধুরী,  বদিউজ্জামান খসরু, ফেরদৌস সাজেদীন, ফারুক
ফয়সাল, ডাঃ ফারুক আজম, ডঃ দেবাশীষ মৃধা,  ডঃ ফায়েজা হাসনাত, মিশুক সেলিম, আবু রায়হান,
মাকসুদা আইরিন মুকুল, রিটন খান, সুব্রত বিশ্বাস, আশরাফুন নাহার লিউজা, চৌধুরী সালাউদ্দীন
মাহমুদ, সাবিনা হাই উর্বি, ডঃ আলী রিয়াজ, ডঃ তাপস গায়েন, ডঃ সেলিম জাহান, শুভ শঙ্কর নাথ, ডঃ
সাজ্জাদ মারুফ, তুষার গায়েন, আবুল খায়ের চৌধুরী, স্বপ্না চৌধুরী, শাদমা খান, আয়েশা ইকবাল,
সৈয়দ রাসেল, রশ্মী ভৌমিক, মাসফিক ইকবাল ইমন, মনিকা মুনা প্রমুখ।