গত শনিবার বাইশ আগস্ট অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের সপ্তম প্রস্তুতি সভায় সমাবেশের অনুষ্ঠানসূচীর একটি খসড়া প্রণীত হয়। আটলান্টা সমাবেশের অনুষ্ঠান্মালার আলোকে এবারের মেঘসমাবেশের প্রাথমিক একটি খসড়া উপস্থাপন করেন আশফাক স্বপন। খসড়াটি নিয়ে পূর্ববর্তী সভাগুলোর আলোচনার পরিপ্রেক্ষিতে খসড়াটিকে পরিমার্জনা করে সপ্তম সভায় নিয়ে আসেন দীপেন ভট্টাচার্য। সভায় উপস্থিত সদস্যগণ ঘণ্টাখানেক আলোচনা করে খসড়া সময়সূচী প্রাথমিকভাবে চূড়ান্ত করেন। এই খসড়াটি চূড়ান্ত করা হবে ক্রমান্বয়ে সমাবেশের অন্যান্য প্রস্তুতি কর্মকান্ডের পাশাপাশি।
(লস এঞ্জেলেস সময়) | |||
শুক্রবার | অক্টোবর ০৯, ২০২০ | ||
6:00 pm – 9:00 pm | পরিচিতি ও আড্ডা | ||
শনিবার | অক্টোবর ১০, ২০২০ | ||
9:00 am – 9:15 am | উদ্বোধনী | ||
9:15 am – 9:20 am | উদ্বোধনী গান | ||
9:20 am – 10:50 am | স্বরচিত কবিতাপাঠ ও পঠিত কবিতা নিয়ে আলোচনা | 18 টি কবিতা | 18 x 5 মিনিট = 90 মিনিট |
10:50 am – 11:30 pm | বই পরিচিতি | 16 টি বই | 16 x 2.5 = 40 মিনিট |
11:30 am – 1:00 pm | আলোচনা | ||
1:00 pm – 1:30 pm | বিরতি/গান | ||
1:30 pm – 3:30 pm | স্বরচিত গল্পপাঠ ও পঠিত গল্প নিয়ে আলোচনা | 10 টি গল্প | 10 x 12 মিনিট = 120 মিনিট |
3:30 pm – 5:00 pm | আলোচনা | ||
5:00 – 6:00 pm | স্বরচিত বিবিধ পাঠ | 7 টি প্রবন্ধ | 7 x 8 মিনিট = 56 মিনিট |
6:05 pm – 7:00 pm | গান/আবৃত্তি | ||
7:00 pm – 9:00 pm | আড্ডা | ||
রবিবার | অক্টোবর ১১, ২০২০ | ||
9:00 am – 9:15 am | প্রভাতী গান | ||
9:15 am – 10:00 am | বহির্বিশ্বের অংশগ্রহণকারীদের পরিচিতি | ||
10:00 am – 11:30 am | স্বরচিত গল্প পাঠ ও পঠিত গল্প নিয়ে আলোচনা | 7 টি গল্প | 7 x 12 মিনিট = 84 মিনিট |
11:30 am – 1:00 pm | আলোচনা | ||
1:00 pm – 1:30 pm | বিরতি/গান | ||
1:30 pm – 3:00 pm | স্বরচিত কবিতাপাঠ ও পঠিত কবিতা নিয়ে আলোচনা | 18 টি কবিতা | 18 x 5 মিনিট = 90 মিনিট |
3:00 pm – 4:30 pm | আলোচনা | ||
4:30 pm – 5:30 pm | বই পরিচিতি | 24 টি বই | 24 x 2.5 = 60 মিনিট |
5:30 pm – 7:00 pm | অতিরিক্ত গল্প, কবিতা, বিবিধ পাঠের জন্য অতিরিক্ত সময়/ বা যা এখনো ভাবা হয় নি … | ||
7:00 pm – 8:00 pm | সমাপনী অনুষ্ঠান/গান | আগামী সমাবেশের ঘোষণা | |
8:00 pm – 9:00 pm | আড্ডা |
Leave a Reply