অক্টোবর ০৩, ২০২০ সপ্তম অম্বরাড্ডাটি হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এই আড্ডাটিকে আমরা একই সাথে দ্বিতীয় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের প্রস্তুতি ও প্রশিক্ষণের জন্য ব্যবহার করছি। প্রশিক্ষণের পাশাপাশি অম্বরাড্ডা (পাঠ ও পাঠালোচনা) চলতে থাকবে পুরোদমে। পরিকল্পনা অনুযায়ী আজকের পুরো সময়টিকে তিনটি অংশে ভাগ করেছি আমরা (তিনটি জুম সেশন – দুটো মিটিং ও একটি ওয়েবিনার)। সেশনগুলোর নাম, সময় ও যোগ দেয়ার লিঙ্ক (মিটিং আই,ডি ও পাসওয়ার্ড সহ) নিচের ছকে দেয়া হল। সেশনে যোগ দেয়ার জন্য ই-মেইল-টি খোলা রাখুন। লিঙ্কে ক্লিক করে সময় অনুযায়ী এক সেশন থেকে অন্য সেশনে যাবার জন্য সবাইকে অনুরোধ করছি। এই একই পদ্ধতিতে যেহেতু মূল সমাবেশ হবে আমরা আজ এই পদ্ধতিটি অনুসরণ করব। এই পদ্ধতি সবার কেমন লাগছে জানতে চাইব সবার শেষে।  মূল সমাবেশের সঞ্চালকদের সঞ্চালনার জন্য প্রস্তুত থাকতে অনুরোধ করছি।

নম্বরঅনুষ্ঠানের নাম তারিখসময় (পশ্চিম উপকূলীয়)আই,ডি //পাসকোড (যদি থাকে) ডায়াল-ইন নম্বর (যারা ডায়াল-ইন করে যোগ দিতে চান)জুম লিঙ্ক
অম্বরাড্ডা অক্টোবর, ২০২০অক্টোবর ০৩, ২০২০বেলা ৩টা – ৫টা823 4661 0706// ombor669 900 6833; 929 205 6099https://us02web.zoom.us/j/82346610706?pwd=R0pvQ01FY240dmlleVFNU2x1NTUvUT09
ছদ্ম প্যানেল আলোচনাঅক্টোবর ০৩, ২০২০বেলা ৫টা – ৫৩০ 88400859146//286407669 900 6833; 929 205 6099https://us02web.zoom.us/j/88400859146?pwd=N3p5bU91aTBmTTBHRTlRT0VPOElVZz09
অম্বরাড্ডা অক্টোবর ২০২০ – দ্বিতীয় ভাগঅক্টোবর ০৩, ২০২০বিকেল ৫৩০ – ৬টা 854 4274 7170// ombor669 900 6833; 929 205 6099https://us02web.zoom.us/j/85442747170?pwd=TFBjblUxNGlnNktEWE96a3RkdGdWZz09