উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ উপলক্ষ্যে ‘হৃদবাংলা ২০২৩’ স্মারক সাহিত্য সংকলন প্রকাশিত হবে। সারা বিশ্বের অনাবাসী বাংলাভাষী লেখকদের লেখা সন্নিবিষ্ট হবে এই সংকলনে।
সাহিত্য পরিষদের বার্ষিক সংকলন হৃদবাংলায় লেখা পাঠানোর সময়সীমা শেষ হয়েছে ১৮ জুন। এপর্যন্ত পাওয়া প্রায় ১৮০টি গল্প, কবিতা, গদ্য, প্রবন্ধের একটি বড় অংশ এসেছে টরন্টোর লেখকদের কাছ থেকে। একটি সম্পাদনা দল লেখাগুলো দেখছেন। সম্পাদনা দলটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবার ভিত্তিতে উন্মুক্ত আহ্ববানের মাধ্যমে গঠিত। এই সম্পাদনা দলে আছেন জ্যোতিপ্রকাশ দত্ত, পূরবী বসু, দীপেন ভট্টাচার্য, ফারহানা আজিম শিউলী, শৈবাল তালুকদার, মোহাম্মদ ইরফান, হিল্লোল ভট্টাচার্য, গাজী আবদুর রশীদ, রশ্মি ভৌমিক, অমিতাভ রক্ষিত, মৌ মধুবন্তী, শীলা মোস্তফা, মাকসুদা আইরীন ও সুজয় দত্ত প্রমুখ।
সম্পাদকীয় যোগাযোগের ই-মেইল ঠিকানা (hridbangla2023@gmail.com)।
Leave a Reply