বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং আসন্ন নববর্ষ উপলক্ষে আগামী ১০ই এপ্রিল, শনিবার, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব তীর সময় সন্ধ্যা ৭টা থেকে (ক্যালিফোর্নিয়া সময় বিকেল চারটা) একটি চার ঘন্টার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জ্যোতিপ্রকাশ দত্ত, আবদুন নূর এবং মোস্তফা সারওয়ার। প্রায় ২৭ জন অনাবাসী বাঙালী স্বরচিত গল্প ও কবিতা পড়বেন। জাপানী বাংলা ভাষাবিদদের একটি আলোচনা থাকবে যেটির সঞ্চালনা করবেন টোকিয়োবাসী মঞ্জুরুল হক। সঙ্গীত পরিবেশন করবেন মমতাজ মমতা এবং নিরুপমা রহমান। অনুষ্ঠানটি ফেসবুকে প্রচারিত হবে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ গ্রুপে।
https://www.facebook.com/groups/banglalitcon