পূরবী বসু, ডেনভার, কলোরাডো :

গত অক্টোবর ১০ ও ১১, ২০২০, শনি ও রবিবার উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে দ্বিতীয় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ নির্বিঘ্নে সমাপ্ত হয়েছে ইন্টারনেটে জুম ভিডিও কনফারেন্স প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। প্রসঙ্গত উল্লেখ্য এই সমাবেশটি এক-ই সময় কালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরে স্থানীয় আয়োজক আনিসুজ্জামানের তত্বাবধানে হবার কথা ছিল । বৈশ্বিক মহামারী কোভিড ১৯ -এর উৎপাতে অবশেষে এই বিশ্ব সমাবেশ ‘মেঘমিলনে’ করতে হয়েছে। শুক্রবার ৯ অক্টোবর রাত থেকে শুরু করে ১১ই অক্টোবর পর্যন্ত প্রায় একটানা (রাতে কয়েক ঘন্টা বিশ্রাম ছাড়া ) সাহিত্য-সম্পর্কিত অনুষ্ঠানে যে ইতিবাচক সাড়া মিলেছে তা অভাবনীয়। প্রায় সকল অনুষ্ঠানেই টান টান উত্তেজনা বিরাজ করেছে। সংগঠক, অংশগ্রহণকারী এবং শ্রোতা/দর্শক সকলের মধ্যেই প্রচন্ড উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। নিবন্ধনকারীদের আগ্রহ ও প্রত্যাশা অনুযায়ী তাদের অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে অনুষ্ঠানসূচি ঢেলে সাজাতে গিয়ে কয়েকটি বিভাগকে সমান্তরাল আসরে চালাতে হয়েছে। তবে বিভিন্ন সময় ও দূরত্বে ছড়িয়ে থাকা বাঙালিদের নিয়ে আড়াই দিন ধরে এতোরকম দীর্ঘ সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড চালাবার সময় বড় রকমের কোন যান্ত্রিক বা অন্য কোনরকম গোলযোগের সৃষ্টি হয়নি। সম্পূর্ণ অনুষ্ঠানটি ভিডিওতে সরাসরি সম্প্রচারিত হয়েছে ও রেকর্ড করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্যের সাহিত্যামোদীরা ছাড়াও ছয়টি মহাদেশের ১৮ টি দেশ থেকে বাঙালি লেখক এসে যোগ দিয়েছিলেন এই সমাবেশে। তাঁরা ‘হৃদবাংলা’য় লিখেছেন-ও।এই সাহিত্য সমাবেশের স্মারকগ্রন্থ ‘হৃদবাংলা’ এবার ৬০০ পৃষ্ঠার বেশী কলেবরে বেরিয়েছে সমাবেশ শুরুর প্রাক্কালে । এবারের ‘হৃদবাংলা’য় বিভিন্ন দেশের অনাবাসী বাঙালিদের মধ্য থেকে ১৫০ জনের রচিত ৮০টি কবিতা, ৪২ টি গল্প ও ২৮ টি প্রবন্ধ বা বিবিধ রচনা স্থান পেয়েছে। এইবার সমাবেশে স্বরচিত গল্প, কবিতা ও বিবিধ রচনা পাঠ, বাংলা সাহিত্যের বিভিন্ন প্রাসঙ্গিক দিক নিয়ে আলোচনা, বই পরিচিতি,, বাংলা ও উত্তর আমেরিকার বাইরে বহির্বিশ্বে বসবাসকারী বাঙালি লেখকদের সঙ্গে আলাপচারিতা, পরিবেশ ও বিজ্ঞানের সঙ্গে সাহিত্যের সম্পৃক্ততা, ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। এইসব আলোচনা সভায় উত্তর আমেরিকার বাঙালি চিন্তাবিদদের অনেকেই অংশগ্রহণ করেন। এছাড়া. বাইরে থেকেও বিশেষজ্ঞদের আমন্ত্রণ করে স্ব স্ব ক্ষেত্রের/বিষয়ের ওপর আলোচনা করার সুযোগ সৃষ্টি করা হয়। সাহিত্যসভার মাঝে মাঝে এবং সারাদিনব্যাপী সাহিত্য আলোচনার শেষে প্রতি সন্ধ্যায় সীমিত আকারে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় যেখানে বিভিন্ন দেশ থেকে বাঙালি শিল্পীরা সংগীত পরিবেশন করেন ও আবৃত্তি করে শোনান। অনুষ্ঠান সমাপ্তির আগে আগামী দুই বছর বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের স্থানীয় আয়োজকের নাম ঘোষণা করা হয়। আগামী বছর অর্থাৎ ২০২১ সালের সমাবেশের দায়িত্ব নিয়েছেন ধনঞ্জয় সাহার নেতৃত্বে নর্থ ক্যারোলিনার শার্লটের বাঙালি সাহিত্যপ্রেমীরা। তার পরের বছর অর্থাৎ ২০২২ সালে সমাবেশটি হবে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরে, আনিসুজ্জামান ও দীপেন ভট্টাচার্যসহ দক্ষিণ কালিফোর্নিয়ার বাঙালি লেখকদের তত্ত্বাবধানে।