বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের জন্য একটি ফেসবুক পাতা চালু করা হয়েছে। আটলাণ্টা নিবাসী তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, সম্পাদক, সংগঠক শুভঙ্কর নাথের উদ্যোগে খোলা এই ফেসবুক পাতায় ইতোমধ্যে প্রায় দু’শ সদস্য যোগ দিয়েছেন। সদস্য সংগ্রহে অগ্রনী ভূমিকা রেখেছেন ডেনভার নিবাসী কথাসাহিত্যিক পূরবী বসু। পাতার মডারেটর হিসেবে কাজ করছেন ভার্জনিয়া নিবাসী স্থপতি আনওয়ার ইকবাল, ফ্লোরিডার ডাক্তার
শাহাব আহমেদ এবং শুভঙ্কর স্বয়ং।
Leave a Reply