উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহান্তে। বিশ্বের নানান দেশ থেকে প্রায় দু’শ প্রবাসী বাঙ্গালী সাহিত্যিক ও সাহিত্যানুরাগী সমাবেশে অংশ নেয়ার জন্য নিবন্ধন করেছিলেন। অক্টোবরের দশ তারিখ, ২০২০, শনিবার, লস এঞ্জেলেস সময় সকাল আটটায় কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত সমাবেশের উদ্বোধন করেন। অতিমারি পর্যুদস্ত বিশ্বে সাহিত্যে সৌহার্দ্য বর্ধনের প্রত্যাশায় এবারের সমাবেশের মূল স্লোগানটি ছিল – “রুদ্ধ তনু মুক্ত মন, সাহিত্যে হোক মেঘমিলন।” দ্বিতীয় সমাবেশের স্বাগতিক শহর সান ডিয়েগোর লেখক, সংগঠক আনিসুজ্জামান শুরুতেই দুঃখ প্রকাশ করেন করোনাক্রান্ত পরিস্থিতিতে সমাবেশটি অনলাইনে নয়ে যেতে হয়েছে বলে। ইন্টারনেটে আয়োজিত এই মেঘমিলনের উদ্বোধনী অধিবেশনে লণ্ডনবাসী কলামিস্ট, সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী একটি ভিডিও শুভেচ্ছা বার্তা পাঠান, সাহিত্য পরিষদের বার্ষিক প্রকাশনা ‘হৃদবাংলা’র সম্পাদিকা কথাসাহিত্যিক পূরবী বসুর মাধ্যমে। সমাবেশে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কানাডাবাসী রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহজাহান কামাল। উদ্বোধনী অধিবেশনে কানাডা থেকে আরো যোগ দেন কবি আসাদ চৌধুরী। লন্ডনে বসবাসরত লেখিকা শামীম আজাদও যুক্ত ছিলেন উদ্বোধনী অধিবেশনে।জার্মানীতে বসবাসরত কবি নাজমুন্নাহার পিয়ারীও যোগ দেন উদ্বোধন পরবর্তী কবিতা পাঠের অনুষ্ঠানের আলোচক হিসেবে।

দশ ও এগার অক্টোবর, ২০২০, (শনি ও রবিবার)  এই দু’দিনের প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সাহিত্য আলোচনা, সাহিত্য পাঠ, পারস্পরিক পরিচিতি ও পুস্তক পরিচিতির নানান আয়োজন ছিল এই মেঘসমাবেশে। দিনের আলোচনা ও পাঠ শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আর গভীর রাত পর্যন্ত চলা মেঘ-আড্ডায় পরিপূর্ণ ছিল সমাবেশ। একক ও সমান্তরাল সব মিলে প্রায় কুড়িটি অধিবেশনের প্রতিটি অনুষ্ঠিত হয়েছে আলাদা আলাদা জুম সেশনে। নিবন্ধিত অতিথিরা লগ-ইন আই,ডি ও পাসওয়ার্ড ব্যবহার করে যোগ দিয়েছেন প্রতিটি সেশনে। জনবসতি আছে এমন মহাদেশগুলোর সব কটি থেকেই বাংলা লেখকেরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন সমাবেশে। পাঠ, পরিচিতি ও আলোচনায় অংশ নিয়েছেন প্রায় কুড়িটি দেশের বাঙ্গালী লেখকগণ, পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের বাইরে বসবাস করেও এখনো যারা সাহিত্যচর্চা অব্যাহত রেখেছেন, পুষ্ট করছেন বাংলা সাহিত্যের বিভিন্ন ধারা।           

রোববার (অক্টোবর ১১) সমাবেশের শেষ অধিবেশনে সাহিত্য পরিষদের  তৃতীয় ও চতুর্থ সমাবেশের স্থানীয় আয়োজক হিসেবে ঘোষিত হয় নর্থ ক্যারোলিনার শার্লট (২০২১) এবং দক্ষিণ কালিফোর্নিয়ার সান ডিয়েগো (২০২২) শহরদ্বয়ের নাম। সংগঠকদের সনির্বন্ধ অনুরোধে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে তৃতীয় সমাবেশের আহ্বায়কের দায়িত্ব পালনে  সম্মত হন সাহিত্যিক পূরবী বসু।

সমাবেশে অনুষ্ঠিত অধিবেশনসমূহের শিরোনাম, আলোচক ও সঞ্চালকদের নামসহ তৈরী করা নিচের ছকে ফেসবুক লাইভের মাধ্যমে ধারণকৃত ভিডিও ফাইলের আন্তর্জাল-ঠিকানাও দেয়া আছে। ঠিকানাসমূহে ক্লিক করে ভিডিওগুলো দেখা যাবে ফেসবুকের মাধ্যমে।

 দ্বিতীয় বিশ্ব বাংলা সাহিত্য সম্মেলন, ২০২০ (মেঘমিলন) 
অধিবেশনসমূহের ভিডিও লিঙ্ক
শুক্রবার, অক্টোবর ৯
৬:০০ সন্ধ্যা – ৯:০০ রাতপরিচিতি ও আড্ডা; জুম কানেকশন পরীক্ষাজুম-শুক্র ০১
শনিবার, অক্টোবর ১০
৮:০০ সকাল – ৮:১০ সকাল উদ্বোধনী বক্তব্য - জ্যোতিপ্রকাশ দত্ত, আহ্বায়ক; স্বাগতবক্তব্য - আনিসুজ্জামান, আয়োজক (২০২০); সঞ্চালক - শামীম আল আমিন, সামা আকবর, ফারহানা আজিম শিউলী জুম-শনি ০১
৮:১০ সকাল – ৮:১৫ সকাল উদ্বোধনী সঙ্গীত - শাহজাহান কামাল
৮:১৫ সকাল – ৮:২০ সকালশুভেচ্ছা বার্তা - আবদুল গাফফার চৌধুরী
৮:২০ সকাল – ১০:০৫ সকাল (১০৫ মিনিট) স্বরচিত কবিতাপাঠ ও পঠিত কবিতা নিয়ে আলোচনা; আলোচক - শামীম আজাদ, নাজমুন নেসা পিয়ারী; সঞ্চালক - শীলা মোস্তাফা জুম-শনি ০১
১০:১০ সকাল – ১০:৫৫ সকাল (৪৫ মিনিট) বই পরিচিতি সঞ্চালক - মোস্তফা তানিম জুম-শনি ০২
১১:০০ সকাল – ১২:৩০ দুপুর (৯০ মিনিট ) আলোচনা: অনাবাসে সাহিত্য চর্চা; আলোচক - গৌতম বন্দোপাধ্যায়, সাগুফতা শারমীন তানিয়া, আমীনুর রহমান, শাহাদুজ্জামান, হাসান ফেরদৌস; সঞ্চালক - মোহাম্মদ ইরফান জুম-শনি ০৩
১২:৪০ দুপুর – ১২:৫৫ দুপুর বিরতি
১২:৫৫ দুপুর – ১:০০ দুপুর গান - তামজিদা খান পিউ ও তাসলিমা সুলতানা পলিজুম-শনি ০৪
১:০০ দুপুর – ১:০৫ দুপুর (৫ মিনিট) হৃদবাংলা, ২০২০, প্রকাশনা; পূরবী বসু, সম্পাদকজুম-শনি ০৪
১:১০ দুপুর – ৩:১০ দুপুর (১২০ মিনিট) সমান্তরাল স্বরচিত গল্প পাঠ ২ ও পঠিত গল্প নিয়ে আলোচনা; আলোচক - মৌসুমী কাদের, রঞ্জনা ব্যানার্জি ; সঞ্চালক - অমিতাভ রক্ষিত জুম-শনি ০৪
১:১০ দুপুর – ৩:১০ দুপুর (১২০ মিনিট) সমান্তরাল স্বরচিত গল্পপাঠ ১ ও পঠিত গল্প নিয়ে আলোচনা; আলোচক - বিশ্বদীপ চক্রবর্তী, আনিস উজ্জামান; সঞ্চালক - ফারজাহান রহমান শাওন জুম-শনি ০৫
৩:১৫ দুপুর – ৪:৪৫ বিকেল (৯০ মিনিট) আলোচনা: বাংলায় বিশ্ব, বিশ্বে বাংলা; আলোচক - আলী রীয়াজ, আবদুন নূর, আরিফ আনোয়ার, আকাশ আনোয়ার, সৈয়দ আশরাফ আহমদ; সঞ্চালক - আশফাক স্বপন জুম-শনি ০৬
৪:৫০ বিকেল – ৬:০৫ সন্ধ্যা (৭৫ মিনিট ) আলোচনা: বাংলায় বিজ্ঞান চর্চা; আলোচক - মোস্তাফা তানিম, সেজান মাহমুদ, বিজন সাহা, স্বপন বিশ্বাস, পূরবী বসু, বন্যা আহমেদ; সঞ্চালক - দীপেন ভট্টাচার্য জুম-শনি ০৭
৬:১০ সন্ধ্যা – ৭:৩০ সন্ধ্যা (৮০ মিনিট) বিবিধ প্রবন্ধ পাঠ; আলোচক - দীপেন ভট্টাচার্য; সঞ্চালক - রশ্মি ভৌমিকজুম-শনি ০৮
৭:৩৫ সন্ধ্যা – ৯:০০ রাত সাংস্কৃতিক অনুষ্ঠানজুম-শনি ০৯
৯:০০ রাত – ১০:০০ রাত আড্ডা ও আগামী বছরের সম্মেলনের আয়োজক বাছাই আলোচনা জুম-শনি ০৯
রোববার অক্টোবর ১১
৮:০০ সকাল – ৮:১৫ সকাল প্রভাতী গানজুম-রবি ০০
৮:১৫ সকাল – ৯:০০ সকাল (৪৫ মিনিট) উত্তর আমেরিকার বাইরের অংশগ্রহণকারীদের পরিচিতি; সঞ্চালক - মৌ মধুবন্তী, শীলা মোস্তফা, পূরবী বসু জুম-রবি ০০
৯:০৫ সকাল – ১০:৪৫ সকাল (১০৫ মিনিট)স্বরচিত গল্পপাঠ ৩ ও পঠিত গল্প নিয়ে আলোচনা; আলোচক - জ্যোতিপ্রকাশ দত্ত, আশীফ এন্তাজ রবি; সঞ্চালক - আনোয়ার ইকবাল জুম-রবি ০১
১০:৫০ সকাল – ১২:২০ দুপুর (৯০ মিনিট) সমান্তরাল আলোচনা: বাংলা সাহিত্যের বাঁক পরিবর্তন, ভাষা, শৈলী, ইত্যাদি; আলোচক - জ্যোতিপ্রকাশ দত্ত, বিশ্বদীপ চক্রবর্তী, গোলাম মুরশিদ, দিলারা হাফিজ, আমীনুর রহমান; সঞ্চালক - পূরবী বসু জুম-রবি ০২
১০:৫০ সকাল – ১২:২০ দুপুর (৯০ মিনিট) সমান্তরাল আলোচনা: অনুবাদ নিয়ে চিন্তাভাবনা; আলোচক - ফারহানা আজিম শিউলী, আনিস আহমেদ, সেজান মাহমুদ, কৌশিক আহমেদ, আশফাক স্বপন; সঞ্চালক - আনিসুজ্জামান জুম-রবি ০৩
১২:২৫ দুপুর – ১২:৩০ দুপুরগান জুম-রবি ০৩
১২:৩০ দুপুর – ১২:৪৫ দুপুরবিরতি
১২:৪৫ দুপুর – ১২:৫০ দুপুর গানজুম-রবি ০৪
১২:৫০ দুপুর – ২:২০ দুপুর (৯০ মিনিট) আলোচনা: প্রকৃতি, পরিবেশ ও সাহিত্য; আলোচক - সেলিম জাহান, খসরু চৌধুরী, নজরুল ইসলাম, খালেকুজ্জামান মতিন, খায়রুল আনাম; সঞ্চালক - মোহাম্মদ ইরফান জুম-রবি ০৪
২:২৫ দুপুর – ৩:৫৫ দুপুর (৯০ মিনিট) সমান্তরাল আলোচনা: সমাজ ও কালের দর্পণ; আলোচক - হায়দার আলী খান, আসিফ ইকবাল, আহমাদ মাযহার, মোস্তফা সারওয়ার, মাহতাব আহমেদ; সঞ্চালক - ফারহানা আজিম শিউলীজুম-রবি ০৫
২:২৫ দুপুর – ৩:৫৫ দুপুর (৯০ মিনিট) সমান্তরাল আলোচনা: প্রকাশনা শিল্পে সাম্প্রতিক রূপান্তর; আলোচক - রিটন খান, শুভ নাথ, ধনঞ্জয় সাহা, মতলুব আলী, আশফাক স্বপন; সঞ্চালক - কাজী রহমানজুম-রবি ০৫.৫
৪:০০ বিকেল – ৫:০৫ বিকেল (৬০ মিনিট) বই পরিচিতি; সঞ্চালক - সামা আকবরজুম-রবি ০৬
৫:১০ বিকেল – ৬:৫৫ সন্ধ্যা (১০৫ মিনিট) সমান্তরাল স্বরচিত কবিতাপাঠ ও পঠিত কবিতা নিয়ে আলোচনা; আলোচক - জ্যোতিপ্রকাশ দত্ত, কাজী মঈনুল হক; সঞ্চালক - মৌ মধুবন্তীজুম-রবি ০৭
৫:১০ বিকেল – ৬:৫৫ সন্ধ্যা (১০৫ মিনিট ) সমান্তরাল স্বরচিত গল্প পাঠ ৪ ও পঠিত গল্প নিয়ে আলোচনা; আলোচক - রিটন খান, শামীম রেজা; সঞ্চালক – আনিস উজ্জামান জুম-রবি ০৮
৭:০০ সন্ধ্যা – ৭:২০ সন্ধ্যা (২০ মিনিট) সমাপনী ও আগামী সমাবেশের ঘোষণা; পূরবী বসু ও আগামীবারের আয়োজকজুম-রবি ০৯
৭:২৫ সন্ধ্যা – ৯:০০ রাত সাংস্কৃতিক অনুষ্ঠানজুম-রবি ০৯
৯:০০ রাত – ১০:০০ রাত আড্ডা জুম-রবি ০৯