কবিতা পাঠ – শনিবার (আসরের প্রথম পর্বে)
তপতী রায়, জান্নাতুল ফেরদৌস, মাহবুব হাসান সালেহ্, রিপা নূর, কাজী জহিরুল ইসলাম, অর্ক পন্ডিত, শ্যাম চন্দ, আব্দুল হাসিব, রুদ্রশঙ্কর, হাসান মাহমুদ, তারেক রহিম, তাহমিনা জামান, আশরাফ মাহমুদ, তাজুল ইমাম (কবিতা গল্প), সুজয় দত্ত (রম্যরচনা)।
কবিতা পাঠ – রবিবার (আসরের দ্বিতীয় পর্বে)
কাজী রহমান, লালন নূর, হুমায়ূন কবির, কাজী মঈনুল হক, পারভীন বানু , কুন্তল রুদ্র, মৌ মধুবন্তী, আনোয়ার ইকবাল, আনিস আহমেদ, অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, শীলা মোস্তফা, মল্লিকা ধর, আফাজউদ্দিন আহমেদ, আশরাফ আহমেদ (প্রবন্ধ)।
গল্প পাঠ – শনিবার (আসরের দ্বিতীয় পর্বে)
শাহাব আহমেদ, আবু সাঈদ লিপু, খায়রুল আনাম, সাজ্জাদ মারুফ, শামীম আল আমিন, দীপেন ভট্টাচার্য (অনুগল্প), তামজিদা খান পিউ (অনুগল্প)।
গল্প পাঠ – রবিবার (আসরের প্রথম পর্বে)
সোমা মুখোপাধ্যায়, আনিসুজ্জামান, মোহাম্মদ ইরফান, ধনঞ্জয় সাহা, মোস্তফা তানিম, মনিকা মুনা, অমিতাভ রক্ষিত (অনুগল্প), সেজান মাহমুদ (অনুগল্প)।
শনিবারের ‘গ্রন্থ ও গ্রন্থকার’ অনুষ্ঠানে যাঁরা যোগ দিচ্ছেন
আবদুন নূর, মতলুব আলী, মাহবুব হাসান সালেহ্, জ্যোতিপ্রকাশ দত্ত, কুন্তল রুদ্র, আনিসুজ্জামান, খসরুজ্জামান, সেজান মাহমুদ, কাজী জহিরুল ইসলাম, শাহাব আহমেদ, আশীফ এন্তোজ রবি, মোস্তফা তানিম, আশরাফ আহমেদ, আনিস আহমেদ, মাহতাব আহমেদ, মৌ মধুবন্তী, অনিন্দিতা বন্দোপাধ্যায়, আবদুল হাসিব, দীপেন ভট্টাচার্য, অমিতাভ রক্ষিত, ধনঞ্জয় সাহা, তাহমিনা জামান, হুমায়ূন কবির, রুদ্র শঙ্কর, খায়রুল আনাম, হাসান মাহমুদ, তাজুল ইমাম, আশফাক স্বপন, পূরবী বসু, শামীম আল আমিন, শীলা মোস্তফা, কাজী রহমান, মল্লিকা ধর, আশফাক স্বপন, হাবিবা শ, আশরাফ মাহমুদ্, মনিকা মুনা, তারেক রহিম।
Leave a Reply