উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ দু’হাজার তেইশ সালের সেপ্টেম্বরের ২ ও ৩ তারিখে (শনি ও রবিবার) কানাডার টরন্টো শহরে পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের আয়োজন করছে। সমাবেশে অংশ নিতে আগ্রহীদের নিচের নিবন্ধন ফর্ম ব্যবহার করে নিবন্ধিত হতে অনুরোধ করা যাচ্ছে। নিবন্ধনের চাঁদা ১২৫ (একশত পঁচিশ) কানাডিয়ান ডলার ধার্য করা হয়েছে। নিবন্ধনের সময়ই এই অর্থ পরিশোধ করতে হবে। এছাড়া সমাবেশস্থল থেকে যারা “হৃদবাংলা” বার্ষিক স্মারক সাহিত্য সংকলনের ২০২৩-এর ছাপানো কপি কিনে নিতে আগ্রহী তারা পত্রিকার মূল্যবাবদ আরো ২৫ (পঁচিশ) কানাডিয়ান ডলার অগ্রিম পরিশোধ করতে পারবেন নিবন্ধনের সময়। নিবন্ধনের শেষ তারিখ আগস্ট ২৫, ২০২৩

নিবন্ধনের, বিশেষ করে পে-পলে ফি পরিশোধের, নির্দেশনা প্রয়োজন হলে সাড়ে নয় মিনিটের এই ভিডিওটি দেখে নিন।
বাংলায় আপনার নাম লিখুন। আপনার নামের বানানটি দেখে নিন। আপনি যেভাবে বানান করবেন আমাদের ডাটাবেজ আপনার নাম সেভাবেই যাবে। সকল প্রকার যোগাযোগে সেই বানানই ব্যবহার করা হবে।
Your name in English.
যে নামে সম্বোধিত হতে আপনি পছন্দ করেন, সেটি বাংলায় লিখুন।
আপনি যে দেশের স্থায়ী বাসিন্দা। উল্লেখ্য, এই সমাবেশ বাংলাদেশ এবং ভারতের বাইরে বসবাসরত সাহিত্যিক এবং সাহিত্যানুরাগীদের জন্য।
State or province. Please type in English.
Name of your city. Please type in English.
The phone number needs to match with the phone number format used in your country. You do not need to type the country code. Type in numbers only, without any formatting symbol. (Use the next box if you have trouble using this phone number box. Please type numbers in English.)
Use this unformatted box for an alternate phone number or the main phone number, if you have trouble using the other phone number box. (Please type numbers in English)
Please enter your email, so we can follow up with you.

আপনার কাছে সমাবেশের খবর কি করে পৌঁছুল আমাদের জানাবেন অনুগ্রহ করে।

নিবন্ধিত অনাবাসী বাংলা-ভাষার লেখকেরাই কেবল সমাবেশে নিজের রচনা পাঠ করার সুযোগ পাবেন। একজন লেখক একটি রচনা পড়ার সুযোগ পাবেন। নির্ধারিত সময়সীমার ভেতর পাঠ শেষ করতে হবে। এই সময়সীমা কবিতার ক্ষেত্রে পাঁচ মিনিট, গল্প বা প্রবন্ধে পনের এবং বিবিধ রচনায় দশ মিনিট। পঠিত লেখা নিয়ে আলোচকের সংক্ষিপ্ত মন্তব্য ও শ্রোতা-প্রতিক্রিয়া শোনা হবে সময়ের পর্যাপ্ততা সাপেক্ষে। আগ্রহী অনাবাসী বাংলা-ভাষার লেখকেরা ওপরের যে কোন একটি বেছে নিন। উল্লেখ্য, সাথী হিসেবে নিবন্ধিত রচনা পাঠের সুযোগ পাবেন না।

নিবন্ধিত লেখকদের জন্য তাঁদের নিজেদের লেখা সম্প্রতি (২০২০ থেকে ২০২২-এর মধ্যে) প্রকাশিত একটি বইয়ের সংক্ষিপ্ত পরিচয় অনূর্ধ্ব তিন মিনিটের মধ্যে তুলে ধরার সুযোগ থাকবে। নিবন্ধনকারী পুস্তক প্রদর্শনে আগ্রহী হলে অনুগ্রহ করে নিচের তথ্যগুলো পূরণ করুন।
বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি (একশত শব্দের মধ্যে)


বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ, ২০২৩ উপলক্ষে আপনার শুভেচ্ছা বার্তা

ফি পরিশোধের প্রক্রিয়া

ফর্মের প্রয়োজনীয় সব ঘর পূরণ শেষে পূরণ করা সমস্ত তথ্য (নামের বানান, ফোন, ই-মেল ইত্যাদি) ঠিক আছে কিনা দেখে নিয়ে নিচের ক্যাপচা (reCaptcha) ঘরে টিক দিন। ক্যাপচা সেরে "ফর্মটি প্রেরণ করুন" লেখা বোতামে চাপ দিলে পে-পলে (PayPal) অর্থ পরিশোধের ওয়েবপেজ দেখতে পাবেন। পে-পলে বা ক্রেডিট কার্ডে প্রয়োজনীয় অর্থ পরিশোধের পর আপনাকে এই ওয়েবপেজে ফিরিয়ে আনবে ব্রাউজার এবং নিবন্ধন সম্পূর্ণ হবার কনফার্মেশনসহ একটি মেসেজ দেখতে পাবেন এই পেজে। অর্থ পরিশোধ করে এই ওয়েবেপেজে ফিরে এসে কনফার্মেশন মেসেজ না দেখতে পেলে বুঝতে হবে আপনার নিবন্ধন সম্পূর্ণ হয়নি। এছাড়া নিবন্ধন সম্পূর্ণ হলে আপনি ই-মেলেও নিবন্ধন সম্পূর্ণ হবার একটি চিঠি পাবেন। এই ই-মেলটি আপনার স্প্যাম বক্সেও চলে যেতে পারে। খুঁজে দেখবেন অনুগ্রহ করে।

নিবন্ধনের, বিশেষ করে পে-পলে ফি পরিশোধের, নির্দেশনা প্রয়োজন হলে ন'মিনিটের এই ভিডিওটি দেখে নিন।