নিবন্ধন ২০২৩
| উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ দু’হাজার তেইশ সালের সেপ্টেম্বরের ২ ও ৩ তারিখে (শনি ও রবিবার) কানাডার টরন্টো শহরে পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের আয়োজন করছে। সমাবেশে অংশ নিতে আগ্রহীদের নিচের নিবন্ধন ফর্ম ব্যবহার করে নিবন্ধিত হতে অনুরোধ করা যাচ্ছে। নিবন্ধনের চাঁদা ১২৫ (একশত পঁচিশ) কানাডিয়ান ডলার ধার্য করা হয়েছে। নিবন্ধনের সময়ই এই অর্থ পরিশোধ করতে হবে। এছাড়া সমাবেশস্থল থেকে যারা “হৃদবাংলা” বার্ষিক স্মারক সাহিত্য সংকলনের ২০২৩-এর ছাপানো কপি কিনে নিতে আগ্রহী তারা পত্রিকার মূল্যবাবদ আরো ২৫ (পঁচিশ) কানাডিয়ান ডলার অগ্রিম পরিশোধ করতে পারবেন নিবন্ধনের সময়। নিবন্ধনের শেষ তারিখ আগস্ট ২৫, ২০২৩। নিবন্ধনের, বিশেষ করে পে-পলে ফি পরিশোধের, নির্দেশনা প্রয়োজন হলে সাড়ে নয় মিনিটের এই ভিডিওটি দেখে নিন। |