দ্বিতীয় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের অনুষ্ঠানসূচী

সমাবেশের তারিখ: অক্টোবর ১০ ও ১১ (শনি ও রবিবার), ২০২০

সম্পূর্ণ অনলাইনে পরিবেশিত এই সমাবেশে যোগ দেয়ার জন্য জুম ভিডিও এপ্লিকেশন ব্যবহার করতে হবে। এই এপ্লিকেশনটি বিনামূল্যে পাওয়া যাবে জুমের ওয়েবসাইটে। নিবন্ধনের জন্য কোন চাঁদা ধার্য করা হয়নি এবারে। তবে সমাবেশে যোগ দেয়ার জন্য নিবন্ধন আবশ্যক। শুধুমাত্র নিবন্ধিত অতিথিগণ সমাবেশে যোগ দেবার জুম লিঙ্ক পাবেন যথাসময়ে ই-মেইল মারফত। সমাবেশের কার্যক্রম আন্তর্জালে সম্প্রচার করা হবে। মেঘ অধিবেশনগুলো রেকর্ড করা হবে।

নিবন্ধন ফর্ম

(পূরণ করতে শুরু করবার আগে পুরো ফর্মটি আগে একবার দেখে নিন )

Please enter your email, so we can follow up with you.