বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ ২০১৯-এর অনুষ্ঠানসূচীসহ একটি স্মরণিকা পুস্তিকাকারে প্রকাশের কাজ শেষ হয়েছে। স্মরণিকার সম্পাদনা, অঙ্গসজ্জা ও প্রচ্ছদ পরিকল্পনার কাজসমূহ করেছেন আটলাণ্টার আশফাক স্বপন। অনুষ্ঠানসূচী প্রণয়ন ও স্মরণিকার বিভিন্ন লেখা প্রস্তুত করে আশফাক স্বপনকে সহায়তা করেছেন পূরবী বসু ও জ্যোতিপ্রকাশ দত্ত। স্মরণিকার জন্য বিজ্ঞাপন সংগ্রহে সহায়তা করেছেন শাহাব আহমদ, ধনঞ্জয় সাহা, পূরবী বসু, আশফাক স্বপন ও হারুন রশিদ। স্মরণিকার বিজ্ঞাপনদাতাদের প্রতি উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষ্দের কৃতজ্ঞতা।
Leave a Reply