সময় ও স্থান সহ অনুষ্ঠানমালার সংক্ষিপ্ত সময়সূচি এই খবরের সাথে আছে।
উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের উদ্যোক্তা সংগঠকদের এক ফোন আলোচনা অনুষ্ঠিত হয় গত আট আগস্ট, ২০১৯। কলোরাডো থেকে জ্যোতিপ্রকাশ দত্ত সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন টরোণ্টো থেকে সাদ কামালী, আটলাণ্টা থেকে হারুন রশীদ ও আশফাক স্বপন, ফ্লোরিডা থেকে শাহাব ইউনুস, টেনেসী থেকে হুমায়ুন কবির,ভার্জিনিয়া থেকে আনওয়ার ইকবাল, ডেনভার কলোরাডো থেকে পূরবী বসু, শিকাগো থেকে খায়রুল আনাম এবং উত্তর ক্যরোলিনা থেকে ধনঞ্জয় সাহা। । তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ দীর্ঘ আলোচনাটি সঞ্চালনা করেন মোহাম্মদ ইরফান ক্যালিফোর্নিয়ার এল্ক গ্রোভ থেকে। অন্য অনেক বিষয়ের মধ্যে আটলাণ্টায় অনুষ্ঠিতব্য প্রথম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের অনুষ্ঠানসূচি নিয়ে সভায় আলাপ হয়। সমাবেশে অংশগ্রহণেচ্ছু সাহিত্যিক ও শিল্পীদের সাথে দীর্ঘদিন ধরে অসংখ্য ফোনালাপের ভিত্তিতে প্রণীত পূরবী বসু ও হারুন রশিদের খসড়া অনুষ্ঠানসূচি নিয়ে সভায় বিস্তারিত আলাপ আলোচনা করে মোটামুটিভাবে একটি অনুষ্ঠানসূচি চূড়ান্ত করা হয়। সময় ও স্থান সহ অনুষ্ঠানমালার সংক্ষিপ্ত সময়সূচি নীচে দেয়া হল।
৩১ আগস্ট, ২০১৯, শনিবার
শুরু | শেষ | ৩১ আগস্ট, ২০১৯, শনিবার | স্থান |
---|---|---|---|
সকাল ০৮৩০ | বেলা ১২০০ | চেক-ইন / নিবন্ধন (পূর্ব নিবন্ধিত অতিথিদের সবাইকেই চেক-ইন করতে হবে) | ক্যাফেটরিয়া |
সকাল ১০০০ | সকাল ১১০০ | উদ্বোধনী অনুষ্ঠান | মিলনায়তন |
সকাল ১১০০ | বেলা ০২০০ | সম্মিলিত সাহিত্য আসর (স্বরচিত সাহিত্য পাঠ ও সাহিত্যালোচনা) | ক্যাফেটরিয়া |
বেলা ০২০০ | বেলা ০২২০ | রবীন্দ্র কথোপকথন | ক্যাফেটরিয়া |
বেলা ০১৩০ | বেলা ০২৩০ | দুপুরের খাবার ও ছোট্ট বিরতি | ক্যাফেটরিয়া |
বেলা ০২৩০ | বিকেল ০৪৩০ | সমান্তরাল সাহিত্য সেমিনার (২ ঘরে মোট ৪টি) | ক্যাফেটরিয়া ও সংলগ্ন কক্ষ |
বিকেল ০৪৩০ | বিকেল ০৫৩০ | আবৃত্তি, আলেখ্য, একাঙ্কিকা | ক্যাফেটরিয়া |
বিকেল ০৫৩০ | সন্ধ্যা ০৬৩০ | লেখক ও বই | ক্যাফেটরিয়া |
সন্ধ্যা ০৬৩০ | সন্ধ্যা ০৭১৫ | শুভেচ্ছা বক্তব্য | মিলনায়তন |
সন্ধ্যা ০৭১৫ | রাত ০৮০০ | নৈশভোজের বিরতি | ক্যাফেটরিয়া |
রাত ০৮০০ | রাত ১১০০ | সাংস্কৃতিক অনুষ্ঠান | মিলনায়তন |
০১ সেপ্টেম্বর, ২০১৯, রবিবার
শুরু | শেষ | ০১ সেপ্টেম্বর, ২০১৯, রবিবার | স্থান |
---|---|---|---|
সকাল ০৮০০ | সকাল ১০০০ | সাহিত্য পরিষদের সাংগঠনিক সভা | ক্যাফেটরিয়া |
সকাল ১০০০ | বেলা ০২০০ | সম্মিলিত সাহিত্য আসর (স্বরচিত সাহিত্য পাঠ ও সাহিত্যালোচনা) | ক্যাফেটরিয়া |
বেলা ০১৩০ | বেলা ০২৩০ | দুপুরের খাবার ও ছোট্ট বিরতি | ক্যাফেটরিয়া |
বেলা ০২৩০ | বিকেল ০৪৩০ | সমান্তরাল সাহিত্য সেমিনার (২ ঘরে মোট ৪টি) | ক্যাফেটরিয়া ও সংলগ্ন কক্ষ |
বিকেল ০৪৩০ | বিকেল ০৫০০ | চা ও আড্ডা | ক্যাফেটরিয়া |
বিকেল ০৫০০ | বিকেল ০৫২০ | নজরুল উদ্যোগ | মিলনায়তন |
বিকেল ০৫৩০ | সন্ধ্যা ০৬০০ | সাংস্কৃতিক অনুষ্ঠান | মিলনায়তন |
সন্ধ্যা ০৬০০ | সন্ধ্যা ০৭০০ | আবৃত্তি | মিলনায়তন |
সন্ধ্যা ০৭০০ | রাত ০৮০০ | নৈশভোজের বিরতি | ক্যাফেটরিয়া |
রাত ০৮০০ | রাত ১১০০ | সাংস্কৃতিক অনুষ্ঠান | মিলনায়তন |
Leave a Reply