গত ৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরের সেবা লাইব্রেরিতে শুভ উদ্বোধন
ঘটলো ‘অপার বাংলা’ (www.aparbangla.net) নামে একটি অনলাইন ত্রৈমাসিক সাহিত্য
পত্রিকার। বাংলাদেশ ও পশ্চিম বাংলার বেশ কয়েকজন খ্যাতিমান লেখক এই পত্রিকার
সম্পাদকমন্ডলী ও উপদেষ্টামন্ডলীর সঙ্গে জড়িত আছেন। আছেন বহির্বিশ্বের বাংলা
সাহিত্যচর্চায় নিবেদিতপ্রাণ কিছু প্রতিষ্ঠিত এবং প্রতিশ্রুতিশীল কবি ও কথাসাহিত্যিক। লেখকের তালিকার দিকে নজর দিলে দেখা যাবে ভৌগোলিক সকল সীমানা অতিক্রম করে এখানে যোগ দিয়েছেন বাংলা ও বহির্বিশ্বের অনেক বাঙালিই। এপ্রিলের ৬ তারিখে “অপারবাংলা”র শুভ মহরৎ অনুষ্ঠানের সূচনা করেন আটলান্টার সেবা লাইব্রেরির কর্ণধার মোহাম্মন হারুন রশিদ। এরপর সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে অপারবাংলার লক্ষ্য ও প্রত্যাশার কথা তুলে ধরেন সম্পাদক শুভ নাথ। পর্দার আড়ালে থেকেও অক্লান্ত পরিশ্রম করে যাঁরা পত্রিকাটিকে সর্বসম্মুখে হাজির করিয়েছেন, তাঁদের সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দেন তিনি। শুভ নাথের সংক্ষিপ্ত বক্তব্যের পর বক্তৃতা করেন অপারবাংলার সঙ্গে সূচনালগ্ন থেকে জড়িত উপদেষ্টা ড: রুদ্র শংকর। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে যোগ দেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, ভারত ও বাংলাদেশ থেকে অপারবাংলার কলাকৌশলী ও সহযোগীবৃন্দের অনেকেই। অপারবাংলার মূল লক্ষ্য যে একটি উন্নতমানের সাহিত্য পত্রিকা প্রকাশ করা, সেই ব্যাপারে অন্যতম উপদেষ্টা খ্যাতিমান লেখক জ্যোতিপ্রকাশ দত্ত কনফারেন্স লাইনে তাঁর প্রত্যাশা ও শুভকামনা ব্যক্ত করেন কলোরাডোর ডেনভার শহর থেকে। এছাড়া অনুষ্ঠানে অন্য অনেকের সঙ্গে আলোচনায় অংশ নেন ঢাকা থেকে বাংলাদেশের কার্যনির্বাহী সম্পাদক নাহিদ আশরাফী, কলোরাডো থেকে যুক্তরাষ্ট্রের কার্যনির্বাহী সম্পাদক পূরবী বসু, কলকাতা থেকে ভারতের সম্পাদক এলা বসু প্রমুখ। এপ্রিল ২০১৯ –এর প্রথম সংখ্যা যা বর্তমানে www.aparbangla.net এ শোভা পাচ্ছে, তা দিয়েই অপারবাংলার যাত্রা শুরু। এর পরের সংখ্যাটি প্রকাশিত হবে জুলাই মাসে। অগাস্টে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের সঙ্গে লক্ষে এবং চিন্তায় অভিন্ন মত পোষন করার কারণে ‘অপারবাংলা” ও বিশ্ববাংলা সাহিত্য সমাবেশ” পরস্পরের সহযোগী সংস্থা হিসেবে কাজ করে যাবে। তার-ই অংশ হিসেবে বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ সম্পর্কে এক দীর্ঘ প্রতিবেদন ছাপা হয় অপারবাংলার এই প্রথম সংখ্যায়। ইন্টারনেটের এই রমরমা যুগে
অসংখ্য ইলেক্ট্রনিক ম্যাগাজিনের অস্তিত্ব সম্পর্কে প্রায় সকলেই অবগত।
বাংলাদেশ, পশ্চিম বাংলা এবং এই দুই ভূখন্ডের বাইরে বহির্বিশ্বের নানাস্থানে ছড়িয়ে থাকা বাঙালি লেখকদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়ে তাঁদের সেরা সাহিত্যচর্চার ফসল সকলের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞবদ্ধ অপারবাংলা। সম্পাদকীয়, গল্প, কবিতা, প্রবন্ধ, ধারাবাহিক উপন্যাস ছাড়াও বাংলা সাহিত্যের ওপর সভা-সমিতি, সম্মেলণ, সমাবেশ, এবং বাংলা সাহিত্য সম্পর্কিত বিভিন্ন উল্লেখযোগ্য খবরাখবর-ও নিয়মিত থাকবে এখানে।
সম্পাদকের ভাষায় “বাংলা ভাষা আর বাংলা সাহিত্যকে ভালোবেসে, সর্বোপরি বাংলা
ভাষার প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে, পাঠকের দরবারে নিয়ে এসেছি ত্রৈমাসিক অনলাইন বাংলা পত্রিকা, অপার বাংলা। নেই এপার, নেই ওপার, আমরা অপার। চৈত্রের পড়ন্ত বিকেলে আত্মপ্রকাশ করলো অনলাইন বাংলা পত্রিকা “অপার বাংলা। পাঠকের ভালোবাসাই আমাদের পাথেয়। সাথে থাকুন।। কথা দিচ্ছি, বিশ্বের নানা প্রান্ত থেকে বাংলা সাহিত্যের এক অপরূপ ডালি নিয়ে হাজির হবো আপনাদের কাছে।“
পাড়হীন, সীমানাবিহীন অবারিত বিশ্বে ছড়িয়ে থাকা সকল বাঙালির মুখপাত্র অপার বাংলা। এই পত্রিকা বিষয়ে মতামত, বক্তব্য বা পরামর্শ দিয়ে এবং সর্বোপরি মৌলিক লেখা পাঠিয়ে অপারবাংলাকে সমৃদ্ধ করার জন্যে অপারবাংলার পরিবারের পক্ষ থেকে সকল লেখক ও সাহিত্যামোদীদেরকে অনুরোধ জানানো হচ্ছে।