বিশ্ববাংলা সাহিত্য সমাবেশ ২০১৯ এর জন্যে একটি শ্লোগান নির্ধারণ করার জন্যে সংগঠনের উদ্যোক্তাদের কাছে পছন্দের স্লোগান আহবান করে চিঠি পাঠানো হয়। উত্তরে নিচে উল্লেখিত স্লোগানগুলো জমা পড়ে।
প্রস্তাবিত স্লোগানসমূহ
১। বাংলায় লিখি বাংলার কথা
২। বাংলার কথা বাংলায় লিখি
৩। বিশ্বে বাংলা বাংলায় বিশ্ব
৪। “অসীম পুলকে বিশ্ব-ভূলোকে
৫। বাংলা বিশ্বময় !
৬। বাঙালি ও বাংলা বিশ্বময়!
৭।“বিশ্বব্যাপী বাঙালি, বিশ্বব্যাপী বাংলা”
৮। “বাংলার চোখে বিশ্ব দেখি”
৯।“নমিত অন্তর উন্নীত বাংলা”
১০। “বাংলার সেতু বিশ্ব বন্ধনে”
১১। আমরা বাংলায় কথা কই,
আমরা বাংলার কথা কই।
১২। বাংলায় কথা কই, বাংলার কথা কই
১৩। হিমালয় থেকে আটলান্টা হঠাৎ বাঙলাদেশ
১৪। বাঙলা শিরস্ত্রান আমার বিশ্বজোড়া প্রাণ
১৫। বাংলার কথা বাংলায় কথায়
১৬ | বাঙলা করি শিরস্ত্রান বিশ্বজোড়া আমার প্রাণ
১৭ | ‘বাংলায় বাঙময়’
১৮ | বাঙ্গালির চিত্তধারা, জুড়ে আছে বসুন্ধরা
১৯ | বাঙলার চিত্তধারা, জুড়ে আছে বসুন্ধরা।
২০।বাঙলাচরিতে নকশিকাঁথা লেখার ব্রতযাত্রায় মিলি।
২১। “মাতৃ -ভাষা-রূপে খনি, পূর্ণ মনিজালে”
২২। “কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে”
২৩ | হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন
২৪ | “সৃজনে বিশ্বময়, বাংলায় বাঙময়”
২৫ | বাংলায় বাঙময়, সৃজনে বিশ্বময়
২৬ | “হাতের মুঠোয় বিশ্ব: আমি এবং আমাদের”
২৭ | বিশ্বময় বাংলা
২৮ | আমায় তুমি রৌদ্র-ভেজা বাংলা ভাষা দিও
এর ভেতর থেকে সবচেয়ে বেশিজন যে স্লোগানটি পছন্দ করেছেন সেটি-ই সমাবেশের এবারকার স্লোগান হিসেবে মনোনীত হয়েছে। স্লোগানটি হলো, “বাংলায় বিশ্ব, বিশ্বে বাংলা।“ এই স্লোগানটির প্রস্তাবক পূরবী বসু।
Leave a Reply