বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের তথ্যাবলী প্রচার ও তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি মিডিয়া কিট প্রস্তুত করেছেন আটলাণ্টা নিবাসী লেখক, কলামিস্ট আশফাক স্বপন। আশফাক স্বপনকে এই কাজে সহযোগিতা করেন সাহিত্য পরিষদের উদ্যোক্তা সংগঠক পূরবী বসু।