উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত সেপ্টেম্বরের ৩ ও ৪ তারিখে, ২০২২ (শনি ও রবিবার) দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লেক ফরেস্ট শহরে অনুষ্ঠিতব্য চতুর্থ বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের নিবন্ধন ফর্ম নিচে দেয়া আছে। নিবন্ধনের শেষ তারিখ আগস্ট ১৫, ২০২২
চূড়ান্ত নিবন্ধিতদের তালিকা
আপনার নামের বানানটি দেখে নিন। আপনি যেভাবে বানান করবেন আমাদের ডাটাবেজ আপনার নাম সেভাবেই দেখাবে।
Please type your name in English
Country of current residence
Please type in English the full name of the city you are living in.
Please type in English the full name of the state/province (e.g., California) of your city.
The phone number needs to match with the phone number format used in your country. You do not need to type the country code. Type in numbers only, without any formatting symbol. (Use the next box if you have trouble using this phone number box. Please type numbers in English.)
Use this unformatted box if you have trouble using the other phone number box. (Please type numbers in English)
Please enter your email, so we can follow up with you.

একটি নিবন্ধন ফর্ম পূরণের মাধ্যমে কেবল একজন অনাবাসী সাহিত্যিক বা সাহিত্যানুরাগী সমাবেশে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন। তবে নিবন্ধিত অংশগ্রহণকারী চাইলে একজন সাথীকে সমাবেশে নিয়ে আসতে পারবেন। সাথীর নাম নিবন্ধন ফর্মে পূরণ করা বাঞ্ছনীয়। সমাবেশের সমস্ত অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত থাকতে পারবেন নিবন্ধিত সাথী। তবে সাথী নিজে রচনা পাঠ বা স্বরচিত পুস্তক প্রদর্শন কিংবা সেমিনারের আলোচক হতে পারবেন না। সমাবেশের দু'দিন অতিথিদের জন্যে আয়োজিত দুপুরের ও রাতের খাবারে নিবন্ধিত ও সাথী দু'জনই যোগ দিতে পারবেন।





নিবন্ধন ফিঃ

চতুর্থ বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের নিবন্ধন ফি নির্ধারিত হয়েছে ১০০ (একশত) মার্কিন ডলার।

এই নিবন্ধন ফি-র অর্থ অনলাইনে জেল (Zelle) ব্যবহার করে, পে-পলে (PayPal) কিংবা ডাকযোগে স্থানীয় আয়োজক ক্রান্তির কাছে চেকে পাঠানোর পরই কেবল আপনার নিবন্ধন চূড়ান্ত হবে।

জেল (Zelle) ই-মেল: smostafa@cox.net

পে-পল (PayPal) ই-মেল: krantica22@gmail.com

চেক পাঠানোর ঠিকানা: Sheela Mostafa, 180 Trofello Lane, Aliso Viejo, CA 92656. USA

চেক যে নামে দিতে হবে Kranti: Center for Bangladesh Dialogue, USA

চেক, পে-পল (PayPal) বা জেল (Zelle)-এর মেমো-র ঘরে NABLS Regn Fee 2022 শব্দক'টি সহ আপনার নিবন্ধন নম্বর লিখে দেবেন অনুগ্রহ করে। ফর্ম পূরণ শেষে নিবন্ধন নম্বর পাওয়া যাবে।

শীলা মোস্তাফার ই-মেইলঃ smostafa@cox.net

নিবন্ধন ফি প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে সাহিত্য পরিষদের ওয়েবসাইটে চূড়ান্ত নিবন্ধন তালিকায় আপনার নাম প্রকাশ করা হবে ।
Please select your mode of payment.


ফর্ম পূরণ শেষে প্রয়োজনীয় সমস্ত তথ্য (নামের বানান, ফোন, ই-মেল ইত্যাদি) ঠিক আছে কিনা দেখে নিয়ে নিচের বোতামে চাপ দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করুন।

বোতামে চাপ না দিলে আপনার প্রাথমিক নিবন্ধনের তথ্য আমাদের কাছে পৌঁছুবে না।

ধন্যবাদ।