আটলাণ্টার বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ উপলক্ষে বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে থাকা সুবিদিত নিবেদিত বাঙ্গালী লেখকদের লেখা নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে “হৃদবাংলা” নামের সমাবেশ সংকলন। তিন শতাধিক পৃষ্ঠার সংকলনটির মুদ্রণ ব্যবস্থাপনা ও সম্পাদনার দায়িত্বে ছিলেন টেনেসীর লেখক চিকিৎসক হুমায়ুন কবির। কলোরাডো নিবাসী সুপ্রসিদ্ধ কথাসাহিত্যিক অধ্যাপক জ্যোতিপ্রকাশ দত্তের মুখ্য সম্পাদনায় প্রস্তুত এই সংকলনের কম্পোজ, সংশোধন ও সম্পাদনার কাজে সহায়তা করেন টরোণ্টোর কথা সাহিত্যিক সাদ কামালী, ফ্লোরিডার লেখক চিকিৎসক শাহাব আহমেদ, ক্যালিফোর্নিয়ার গল্পকার গবেষক মোহাম্মদ ইরফান এবং কলোরাডো নিবাসী লেখিকা বিজ্ঞানী পূরবী বসু।
ইতঃপূর্বে দীর্ঘ ক’মাসের নিরলস চেষ্টায় বসতযোগ্য সব কটি মহাদেশের বাঙ্গালী সাহিত্যিকদের কাছ থেকে গল্প, কবিতা, প্রবন্ধ ও স্মৃতিকথা সংগ্রহ করতে সক্ষম হন পূরবী বসু। সংকলনের প্রচ্ছদ এঁকেছেন মন্ট্রিয়লের প্রখ্যাত চিত্রশিল্পী রাকীব হাসান। পত্রিকায় বাঙ্গালী উন্মূল (ডায়াস্পোরা) সাহিত্যের উদ্দীপনা-উদাহরণ, মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা, প্রবাসী মুক্তিযোদ্ধার রণাঙ্গনের স্মৃতি ইত্যাকার আকর্ষণীয় আলোচনাসহ প্রবাসে থাকা লেখকদের গল্প ও কবিতা রয়েছে বেশ কটি। পত্রিকাটি আটলাণ্টার বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশে পাওয়া যাবে দশ ডলার নগদ মূল্যে।