উইন্ডহ্যাম কোম্পানীর উইনগেট (Wingate) সমাবেশ হোটেল। হোটেলের ফোন নম্বর 770-622-7277। হোটেলে ফোন করে NABLS কোড বললে সমাবেশের মূল্যে কক্ষ পাওয়া যাবে। ২৩ আগস্টের মধ্যে ফোন করতে হবে। এয়ারপোর্ট থেকে হোটেলে যাতায়াতের জন্য শাটলের ব্যবস্থা করতে চাইলে যোগাযোগ করুন শাহী ভাইয়ের (404-932-1999) সাথে।
হোটেলের ঠিকানা 3450 Venture Pkwy NW, Duluth, GA 30096. আটলান্টা হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেলের দূরত্ব ত্রিশ- পঁয়ত্রিশ মাইলের মত। গাড়ীতে যেতে পঁয়তাল্লিশ মিনিট থেকে ঘণ্টাখানেকের কিছু বেশী লাগবে।
শাহী ভাইয়ের সাথে যোগাযোগের উপায় ও আপনার যেসব তথ্য ওনাকে জানাতে হবে তা নীচে দেয়া হল।
Shahi bhai’s phone number: (404) 932-1999, and email: lasker1287@gmail.com
Up to 4 passengers at a time in a sedan/car.
Cost: $40.00 per trip from Atlanta Hartfield airport to conference hotel.
Please send all of your ride request to Mr. Shahi via email with the following information:
Passenger Name
Flight No.
Arrival Time / Date
Passenger Phone Number
No of Passengers
বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের মূল অনুষ্ঠানস্থল বার্কমার উচ্চ বিদ্যালয় (Berkmar High School) । বিদ্যালয়ের ক্যাফেটরিয়া ও সন্নিহিত কক্ষে দিনের বেলা সাহিত্য আলোচনা হবে। উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিদ্যালয়ের মিলনায়তনে। বিদ্যালয়ের ঠিকানা 405 Pleasant Hill Rd, Lilburn, GA 30047
সমাবেশস্থল থেকে হোটেল পাঁচ মাইলের মত। ভীড় না থাকলে দশ মিনিটের গাড়ীপথ। হোটেল থেকে সমাবেশস্থলে যাতায়াতের একটি সুলভ উপায় হতে পারে লিফট বা উবারে গিয়ে নিজেদের মধ্যে ভাড়া ভাগ করে নেয়া।
Leave a Reply