বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ উপলক্ষে একটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হবে যার প্রধান সম্পাদক ডঃ জ্যোতিপ্রকাশ দত্ত ও সম্পাদক ডাঃ হুমায়ুন কবির।  সম্পাদকমন্ডলীতে রয়েছেন সাদ কামালী, শাহাব আহমেদ, মোহাম্মদ ইরফান, রাকীব হাসান ও পূরবী বসু। এই সাহিত্য সংকলনটির জন্যে একটি উপযুক্ত নাম চেয়ে উদ্যোক্তাদের কাছে চিঠি দেওয়া হয়। বেশ কিছু নাম ইতোমধ্যেই এসে পৌঁছেছে বিভিন্নজনের কাছ থেকে। কিন্তু এখন পর্যন্ত কোন নাম-ই চূড়ান্ত বিচারে মনোনীত হয়নি। প্রস্তাবনা প্রক্রিয়া এখনো খোলা রয়েছে। আমরা অধিকতর মনোগ্রাহী ও উপযোগী একটি নামের অপেক্ষায় আছি। এ পর্যন্ত উদ্যোক্তাগণ যেসব নাম প্রস্তাব করেছেন সেগুলো হলোঃ বাঙময়, বাঙলাচরিত, অভিবাস, অভিবাসী, অভিবাসন, দূরদেশ, স্বদেশ দূরদেশ, ফেরা, শেকড়, সাহিত্যবাস, অন্যদেশ, স্বদেশ অন্যদেশ, বিশ্ববাংলা, দূরবাংলা, অন্যভুবন, বাক, কথা, বাংলা, সাহিত্য, অভিধা, শব্দ, বর্ণ, বাখান, অন্যবাংলা, পরবাস, অনাবাস, অনাবাসী, কথন, শব্দসঙ্গ, লেখনী, আখ্যানগদ্য, ,বিশ্ববাঙালি, বিশ্বলোকের সাড়া, মেধা, পৃথিবীর পথে, বিশ্বায়ন।