“নানান দেশের নানান ভাষা/ বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা?”
নিধু গুপ্তের এই বিখ্যাত গান মৌলিক যে সত্যের প্রতিধ্বনি করে, তাহলো, নিজের মাতৃভাষাই ভাবপ্রকাশের সবচেয়ে উত্তম মাধ্যম। এ সত্য আবেগপ্রবণ, স্বপ্নাভিলাসী বাঙালি প্রতিনিয়ত টের পান, বাসস্থান যেখানেই হোক না কেম তার।
তাই তো। যে ভাষা শুধু উচ্চারণের নয় অনুভবের, যে ভাষা শুধু ভাবায় না, আবেগের জোয়ারে ভাসায়, সেই ভাষা থেকে দূরে থাকা একজন বাঙালির পক্ষে শুধু অসম্ভব নয়, অকল্পনীয়ও বটে। পেশা ও প্রয়োজনের তাগিদ আমাদের হয়তো বাধ্য করে নিজ দেশ,মাটি বা প্রিয়জন থেকে দূরে থাকতে কিন্তু নিজ ভাষা থেকে দূরে রাখে সাধ্য কার? বাঙালির আত্মার অনুরণন এই ভাষা, রক্তস্রোতের উচ্ছ্বাস এই ভাষা।
সতত প্রবাহমান ভাষা কখনই মানেনি সীমানা। নিজ নিজ ভাষা নিয়ে দূর দূরান্তে চলে গেছে মানুষ। নতুন জনপদে, ভিন্ন প্রাকৃতিক ও রাষ্ট্রব্যবস্থায় জীবন কাটিয়েও বহুজন সারাজীবন কেবল মাতৃভাষাতেই চর্চা করে গেছেন তার জীবনবোধ, সেই ভাষাতেই মূর্ত হয়েছে তার সকল শৈল্পিক অভিব্যক্তি। আর এই ভাষার অভিন্নতা ভৌগোলিক দূরত্ব ও নবলব্ধ দৈশিক পরিবেশের সকল পার্থক্য এক পাশে রেখে এক সূক্ষ একতা ও নৈকট্যের সুরে বেঁধে দিয়েছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাঙালিদের।
যুক্তরাষ্ট্রের তেমন একদল বাংলা ভাষাভাষী লেখক, সাহিত্যপ্রেমী, হিতৈষী ও শুভাকাঙ্ক্ষী যারা সকল্ ভৌগোলিক গন্ডি ছাড়িয়ে, সকল সীমানা ভেঙ্গে কেবল বৃহত্তর বাংলা সাহিত্যের সেবায় মগ্ন, তাঁরা শুরু করতে যাচ্ছেন সাহিত্যের এক নতুন ওয়েব ম্যাগাজিন ‘অপার বাংলা’। আকাশ সংস্কৃতির এই সময়ে এটি এমন একটি ওয়েবজিন যেটি বাংলা ভাষার মুখপাত্র হয়ে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে চায় বিশ্বময়।
উত্তর আটলান্টায় বসবাসকারী কয়েকজন সাহিত্য নিবেদিত বাঙালির ঐকান্তিক প্রচেষ্টা ও ভালোবাসার ফসল এই ‘অপার বাংলা’। সাথে আছেন উভয় বাংলার স্বনামখ্যাত কবি ও লেখক। আাছেন বাংলার বাইরে বসবাসরত সাহিত্যসেবী যাঁরা বাংলায় সাইত্যচর্চা করেন। সাহিত্যের বিভিন্ন শাখা , যেমন, গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ প্রকাশের পাশাপাশি সাহিত্য প্রতিভার বিকাশকে উৎসাহিত করার অভিপ্রায়ে প্রতিবছর লেখকদের সম্মাননা জ্ঞাপনের সিদ্ধান্ত নিয়েছে ‘অপার বাংলা’।
দুই বাংলার এবং বাংলার বাইরে অভিবাসী অনেক সাহিত্যিক ও সুধিজনেরা ‘অপার বাংলা’কে ভালোবেসে সাথে থাকার প্রতিশ্রুতি ইতোমধ্যেই দিয়েছেন। ‘অপার বাংলা’র উপদেষ্টামন্ডলীতে রয়েছেন সুবোধ সরকার, মুহাম্মদ নূরুল হুদা, জ্যোতিপ্রকাশ দত্ত, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ত্রিদিব চট্টোপাধ্যায়, বীথি চট্টোপাধ্যায়, জয়তী রায়, মোহাম্মদ ইরফান, আনোয়ার ইকবাল, রুদ্র শংকর, ইব্রাহিম চৌধুরী প্রমুখ। সম্পাদনা বিভাগে রয়েছেন হুমায়ুন কবীর, শাহাব আহমেদ, পূরবী বসু, নাহিদা আশরাফি, এলা বসু, আনাস পাশা, ঋতুপর্ণা ব্যানার্জী , অর্ক পন্ডিত, কমলাক্ষ দাস, চৈতালী দে, জয়শ্রী চৌধুরী , দীপাঞ্জন ব্যানার্জী, সুভদ্র গুপ্ত ও সুমনা গোস্বামী। সম্পাদক হিসেবে রয়েছেন শুভ নাথ।
সবার ভালোবাসা ও উৎসাহ ‘অপার বাংলা’র এই নবীন পথচলায় সাহস ও শক্তি যোগাবে এমনটিই আমাদের আশা ও বিশ্বাস।
Leave a Reply