উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে আগামী ২৪ শে জুলাই, শনিবার, একটি গ্রীষ্মকালীন সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। “সাহিত্যে ঋদ্ধ শিল্পকলা” শীর্ষক এই আয়োজনে ছোটগল্পের এবং কবিতার দুটি কর্মশালা এবং শিল্পকলার বিভিন্ন মাধ্যমে সাহিত্যের প্রতিফলন নিয়ে চারটি পর্ব থাকবে। এই চার্রটি পর্ব যথাক্রমে শ্রুতিসাহিত্য, সঙ্গীত, মঞ্চনাটক এবং চলচ্চিত্র। অনুষ্ঠানটি ফেইসবুকে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ গ্রুপ থেকে প্রচারিত হবে ক্যালিফোর্নিয়া সময় বেলা ১২টা থেকে (নিউ ইয়র্ক সময় অপরাহ্ন ৩টা)। অনুষ্ঠানটি দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত।
https://www.facebook.com/groups/banglalitcon
Leave a Reply