বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ 
আটলাণ্টা, ৩১ আগস্ট, শনিবার – ১ সেপ্টেম্বর, রবিবার, ২০১৯
Berkmar High School, 405 Pleasant Hill Rd, Lilburn, GA 30047
অনুষ্ঠানসূচি
শনিবার , ৩১ আগস্ট , ২০১৯
সকাল ১০:০০টা - সন্ধ্যা ৬:০০টারেজিস্ট্রেশন
যাঁরা আগে অনলাইনে রেজিস্ট্রেশন করেন নি , তাঁদের রেজিস্ট্রেশন করা জরুরি। যাঁরা রেজিস্ট্রেশন করেছেন তাঁরা শনিবার সকালে অনুষ্ঠান স্থলে ঢোকার মুখে রেজিস্ট্রি খাতায় নিজের নাম ও তথ্যের পাশে স্বাক্ষর করবেন উপস্থিতি নিশ্চিত করার জন্যে ।
১০:০০-১১:০০উদ্বোধনী অনুষ্ঠান
সমবেত উদ্বোধনী সংগীত । ‘ আগুনের পরশমণি ’
সমবেত সংগীত । ‘ এ দিন আজি কোন্‌ ঘরে গো খুলে দিল দ্বার ’
উদ্দেশ্য ও লক্ষ্য । জ্যোতিপ্রকাশ দত্ত , আহবায়ক
অনুষ্ঠান ও সদস্য পরিচিতি । শাহাব আহমেদ , প্রধান সমন্বয়কারী
হৃদবাংলা প্রকাশনা । হুমায়ূন কবীর ও জ্যোতিপ্রকাশ দত্ত
প্রদীপ প্রজ্জ্বলন
মৌলবাদীদের হাতে নিহত আটলাণ্টা প্রবাসী বাংলাদেশী প্রকৌশলী ও লেখক অভিজিৎ রায় স্মরণে এক মিনিট নীরবতা
সঞ্চালক শামীম আল আমিন ।
শুভ উদ্বোধন
১১:০০ - ২:৩০সাহিত্য আসরঃ স্বরচিত সাহিত্য পাঠ ও আলোচনা। ক্যাফেটারিয়ায়।
১১:০০ - ১২:৩০সাহিত্য আসর ১ - কবিতা পাঠ ও আলোচনা (ক্যাফেটারিয়ায়)
কবিতার পালাবদল । কুন্তল রুদ্র , কাজী জহিরুল ইসলাম , লালন নূর
বাংলা কবিতায় আধুনিকতার বিবর্তন ও ব্যক্তিগত কবিতা । কুন্তল রুদ্র
ক্রিয়াপদহীন কবিতা । কাজী জহিরুল ইসলাম
পরবাসে বাংলা কবিতা । লালন নূর
১২জন কবির স্বরচিত কবিতা পাঠ
মুক্ত আলোচনা । সঞ্চালক আনোয়ার ইকবাল
১২:৩০ – ১২:৫০সমকালে রবীন্দ্রনাথ । মঈনুদ্দীন মুনসী , সঙ্গে কুন্তল রুদ্র , জাহানারা খান বীণা
১২:৫০ - ১২:৫৫ একক গান । ‘ কৃষ্ণকলি আমি তারেই বলি ’ । তামজিদা খান পিউ । সঙ্গে গীটারে সাজ্জাদ মারুফ।
১:০০ – ২:৩০সাহিত্য আসর ২ - গল্প ও গদ্যপাঠ, আলোচনা (ক্যাফেটারিয়ায়)
৫টি গল্প , ২টি অনুগল্প , ১টি কবিতাগল্প , ১টি প্রবন্ধ পাঠ ।
আলোচনায় সাদ কামালী , জ্যোতিপ্রকাশ দত্ত , আশফাক স্বপন ।
সঞ্চালক মোহাম্মদ ইরফান ।
১২:০০ - ২:০০দুপুরের খাবার । ক্যাফেটারিয়ায়
২:৩০- ৪:৩০সমান্তরাল সাহিত্য সভা, ক্যাফেটারিয়ায়
২:৩০-৩:৩০( রবীন্দ্রকক্ষ )
বাংলা সাহিত্যে বিদেশী সাহিত্যের অনুবাদ এবং বিশ্ব সাহিত্যে বাংলা সাহিত্যের তর্জমা
আনিসুজ্জামান , আশফাক স্বপন , আনিস আহমেদ ।
সঞ্চালক কাজী জহিরুল ইসলাম ।
২:৩০-৩:৩০( নজরুলকক্ষ )
অনাবাসী বাঙালির সাহিত্যে স্বদেশ , পরবাস , ও মুক্তিযুদ্ধ ।
আনোয়ার ইকবাল , তাজুল ইমাম , আশরাফ আহমেদ , খায়রুল আনাম ।
সঞ্চালক হাসান আল আব্দুল্লাহ্‌
৩:৩০-৪:৩০( রবীন্দ্রকক্ষ )
কল্পবিজ্ঞান : বিশ্ব তথা বাংলা সাহিত্যে একটি জনপ্রিয় ধারা
দীপেন ভট্টাচার্য্য , সেজান মাহমুদ , মল্লিকা ধর , সুপ্রিয় দাস
সঞ্চালক অমিতাভ রক্ষিত
৩:৩০-৪:৩০( নজরুল কক্ষ )
বাংলা সমাজ ও সাহিত্যে নারীর অবস্থান – সেকালে ও একালে ।
অনিন্দিতা বন্দোপাধ্যায় , মতলুব আলী , পারভীন বানু , আবদুন নূর ।
সঞ্চালক মৌ মধুবন্তী এবং পূরবী বসু
৪:৩০ – ৫:০০চা বিরতি (একই সময়ে 'কনসার্ট ফর বাংলাদেশ'-এর ওপরে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন , ১৪ মিনিট, পরিচালক - শামীম আল আমিন) ক্যাফেটারিয়ায়
৫:০০ – ৬:০০গ্রন্থ ও গ্রন্থকার : লেখক ও তাঁর প্রকাশিত বই পরিচিতি
প্রারম্ভিক ঘোষণা । আবদুন নূর , মতলুব আলী , মাহবুব হাসান সালেহ্‌
লেখকের নিজ বই সম্বন্ধে সংক্ষিপ্ত পরিচিতি
সঞ্চালক জেসমিনা ভট্টাচার্য
৬:০০ – ৭:১৫নাটক ও শুভেচ্ছা বক্তব্য ( মিলনায়তন )
৬:০০ – ৬:২০নাটক । ‘ কমন বাথরুম ’। কাহিনী / নাট্যরূপ / পরিচালনা দেব ঘোষ
৬:৩০ - ৭:১৫শুভেচ্ছা বক্তব্য / উপস্থাপনা শামীম আল আমীন , সাবিনা হাই উর্বি
আবদুন নূর - ইতিহাস, ঐতিহ্য ও বাংলা সাহিত্য: ‘বিচলিত সময়’-এর প্রেক্ষিতে সতের শতকে বাংলার সমাজের চালচিত্র
মাহবুব হাসান সালেহ্‌ - আধুনিক বাংলা কবিতায় ভাষার ব্যঞ্জনা ।
মতলুব আলী - শিল্পী রবীন্দ্রনাথ ।
জ্যোতিপ্রকাশ দত্ত - পঞ্চাশ / ষাটের দশকে নতুন ধারার সাহিত্যচর্চা ও লিটল ম্যাগাযিনের মাধ্যমে সমাজ পরিবর্তনের আন্দোলন।
৭:১৫ - ৮:০০রাতের খাবার । ক্যাফেটারিয়ায়
৮:০০ - ১১:০০সাংস্কৃতিক অনুষ্ঠান (মিলনায়তন)
উপস্থাপনা সাবিনা হাই উর্বি
সমবেত নৃত্য । নর্থ ক্যারোলাইনা থেকে আগত নৃত্যদল
একক নৃত্য । উদিতা
একক নৃত্য । রতি
ইলেক্ট্রিক গীটারে পঞ্চ কবির গান । রেহানা মতলুব
স্বরচিত সংগীত / মান্না দের গান । জীবন বিশ্বাস
স্বরচিত সংগীত / লোকসংগীত । তাজুল ইমাম
স্বরচিত সংগীত । সেজান মাহমুদ
শ্রুতি নাটক । স্বপন গঙ্গোপাধ্যায়ের ‘ পাকা দেখা ’। সেজান ও তৃষ্ণা মাহমুদ
মনিকা মুনা - স্বরচিত সংগীত , জটিলেশ্বর মুখোপাধ্যায় ও অখিলবন্ধু ঘোষের গান
বেহালা । বিপ্লব সমাদ্দার
পরের দিনের অনুষ্ঠান ঘোষণা । মোহাম্মদ ইরফান ও হারুন রশীদ
রোববার, ১ সেপ্টেম্বর, ২০১৯
১০:০০ – ২:৩০সাহিত্য আসরঃ স্বরচিত সাহিত্য পাঠ ও আলোচনা। ক্যাফেটারিয়ায়।
১০:০০- ১২:০০সাহিত্য আসর ১ - গল্পপাঠঃ ৮টি গল্প , ২টি অনুগল্প , ১টি রম্যরচনা পাঠ। (ক্যাফেটারিয়ায়)
আলোচনায় সাদ কামালী, জ্যোতিপ্রকাশ দত্ত, দীপেন ভট্টাচার্য।
সঞ্চালক শাহাব আহমেদ
১২:০০- ১২:২০শ্রুতি নাটক । রণবীর রায়ের ‘ শিল্পোদ্যোক্তা ’।
১২:০০ - ২:০০দুপুরের খাবার । ক্যাফেটারিয়ায় ।
১২:৩০ - ২:৩০সাহিত্য আসর ২ - কবিতাপাঠঃ পঠিত কবিতার ওপর মুক্ত আলোচনা (ক্যাফেটারিয়ায়)
কবিতার ছন্দ ও বিভিন্নরকম ব্যবহৃত ছন্দ । হাসানআল আব্দুল্লাহ্‌ ।
কবিতার ছন্দতত্ত্বঃ সখ্য না সংঘাত । ডঃ হাসান মাহমুদ
বাংলা সাহিত্যে ছড়াঃ লুৎফর রহমান রিটন
আলোচক হাসানআল আব্দুল্লাহ্‌ , ডঃ হাসান মাহমুদ , লুৎফর রহমান রিটন
সঞ্চালক রুদ্র শঙ্কর
২:৩০ – ৪:৩০সমান্তরাল সাহিত্য আসর
২:৩০-৩:৩০( রবীন্দ্র কক্ষ )
সাম্প্রতিক সাহিত্যে ভাষা , নির্মাণ কৌশল , ধারা ও বিবর্তন
সাম্প্রতিক ধারার গল্প : শৈলী , ভাষা , গতি ও বিস্তার । সাদ কামালী
সাহিত্যের প্রকরণ সংযোজন ও সংমিশ্রন : গদ্যকবিতা , গল্পপ্রবন্ধ , পত্রপ্রবন্ধ, ছোট উপন্যাস, উপন্যাসিকা, আখ্যানকবিতা, অণুগল্প। হাসান মাহমুদ, অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়
বাস্তবতার ব্যাপ্তি : কল্পগদ্য থেকে যাদুবাস্তবতা । মোহাম্মদ ইরফান ।
সঞ্চালক দীপেন ভট্টাচার্য
২:৩০-৩:৩০( নজরুল কক্ষ )
প্রবাসে বাংলা সাহিত্যচর্চা , প্রকাশ ও প্রচারে সুবিধা অসুবিধা। আশরাফ আহমেদ, শুভ নাথ, রুদ্র শঙ্কর, আনিসুজ্জামান, রিটন খান।
সঞ্চালক ধনঞ্জয় সাহা
( রবীন্দ্র কক্ষ )
৩:৩০-৪:৩০বাংলাভাষার বাঁক পরিবর্তন - অতীত , বর্তমান ধারা ও ভবিষ্যৎ । আনিস আহমেদ, আবদুন নূর, ধনঞ্জয় সাহা।
সঞ্চালক সেজান মাহমুদ
৩:৩০-৪:৩০( নজরুল কক্ষ )
বাংলা ভূখণ্ডের বাইরে বসবাসরত বাঙালি লেখকদের মধ্যে স্থায়ী প্ল্যাটফর্ম গড়ে তুলতে সাহিত্যের আদানপ্রদানসহ সম্ভাব্য অন্যান্য পদক্ষেপ।
লুৎফর রহমান রিটন , শাহাব আহমেদ , অমিতাভ রক্ষিত , সুজয় দত্ত।
সঞ্চালক হুমায়ূন কবীর
৪:৩০ – ৫:০০চা পান / আড্ডা । ক্যাফেটারিয়ায়
৫:০০ – ৬:০০রবীন্দ্র-নজরুল স্মরণে (মিলনায়তন)
৫:০০ – ৫:৩০কবি কাজী নজরুল ইসলামের নামে কানেটিকাট বিশ্ববিদ্যালয়ে চেয়ার স্থাপনের উদ্যোগ প্রকল্প উদ্যোক্তা ডঃ গুলশান আরা কাজীর পরিচিতি। ডাঃ মঈনুদ্দীন মুনসী
প্রকল্পের অগ্রগতি । ডঃ গুলশান আরা কাজী
নজরুলের গান । মিন্টু চৌধুরী ও কাজী শাহজাহান বেলাল
৫:৩০ – ৬:০০‘ ছন্দে গীতিতে ’। রবীন্দ্র - নজরুল স্মরণে অপার বাংলার অনুষ্ঠান
৬:০০ – ৭:০০কবিতা আবৃত্তি (মিলনায়তন)
৭:০০ – ৮:০০রাতের খাবার । ক্যাফেটারিয়ায় ।
৮:০০ -১১:০০ সাংস্কৃতিক সন্ধ্যা । (মিলনায়তন)
আটলান্টার স্থানীয় শিল্পীরা।
গান । মেহের আফরোজ শাওন ।
উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন। পূরবী বসু।