প্রথম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের স্বাগতিক সংগঠনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেটের আটলাণ্টা শহরের সুপরিচিত সাহিত্যসেবী সংগঠন সেবা লাইব্রেরী। সেবা লাইব্রেরীর অগ্রনী সংগঠক হারুন রশিদ ইতোমধ্যে আটলাণ্টার উপকণ্ঠে অবস্থিত লিলবার্ণের বার্কমার উচ্চ বিদ্যালয়কে সমাবেশস্থল হিসেবে চুক্তিবদ্ধ করেছেন। সম্প্রতি সমাবেশস্থল দেখে এসে বার্কমার বিদ্যালয়ের সুপরিসর ক্যাফেটরিয়া, সেমিনার রুম ও অডিটোরিয়াম একটি উঁচুমানের সাহিত্যসভা করার জন্য যথেষ্ট উপযুক্ত বলে জানিয়েছেন সাহিত্য পরিষদের অন্যতম সদস্য লিজি রহমান। সমাবেশস্থলের অদূরে অবস্থিত একটি হোটেলের সাথেও চুক্তি হয়েছে সমাবেশের সময়টুকুতে আবাসন হারে বিশেষ ছাড় দেয়ার জন্যে। সমাবেশস্থল ও হোটেলের ঠিকানা নীচে দেয়া হল।
Venue
Berkmar High School
405 Pleasant Hill Rd, Lilburn, GA 30047
https://www.gcpsk12.org/BerkmarHS
Hotel
Wingate By Wyndham
3450 Venture Pkwy., Duluth
GA 30096
https://www.wyndhamhotels.com/wingate/atlanta-duluth-georgia/wingate-by-wyndham-atlanta-duluth/overview?CID=LC:WG::GGL:RIO:National:07932&iata=00065402
Leave a Reply