সময় ও স্থান সহ অনুষ্ঠানমালার সংক্ষিপ্ত সময়সূচি এই খবরের সাথে আছে।

উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের উদ্যোক্তা সংগঠকদের এক ফোন আলোচনা অনুষ্ঠিত হয় গত আট আগস্ট, ২০১৯। কলোরাডো থেকে জ্যোতিপ্রকাশ দত্ত সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন টরোণ্টো থেকে সাদ কামালী, আটলাণ্টা থেকে হারুন রশীদ ও আশফাক স্বপন, ফ্লোরিডা থেকে শাহাব ইউনুস, টেনেসী থেকে হুমায়ুন কবির,ভার্জিনিয়া থেকে আনওয়ার ইকবাল, ডেনভার কলোরাডো থেকে পূরবী বসু, শিকাগো থেকে খায়রুল আনাম এবং উত্তর ক্যরোলিনা থেকে ধনঞ্জয় সাহা। । তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ দীর্ঘ আলোচনাটি সঞ্চালনা করেন মোহাম্মদ ইরফান ক্যালিফোর্নিয়ার এল্ক গ্রোভ থেকে। অন্য অনেক বিষয়ের মধ্যে আটলাণ্টায় অনুষ্ঠিতব্য প্রথম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের অনুষ্ঠানসূচি নিয়ে সভায় আলাপ হয়। সমাবেশে অংশগ্রহণেচ্ছু সাহিত্যিক ও শিল্পীদের সাথে দীর্ঘদিন ধরে অসংখ্য ফোনালাপের ভিত্তিতে প্রণীত পূরবী বসু ও হারুন রশিদের খসড়া অনুষ্ঠানসূচি নিয়ে সভায় বিস্তারিত আলাপ আলোচনা করে মোটামুটিভাবে একটি অনুষ্ঠানসূচি চূড়ান্ত করা হয়। সময় ও স্থান সহ অনুষ্ঠানমালার সংক্ষিপ্ত সময়সূচি নীচে দেয়া হল।

৩১ আগস্ট, ২০১৯, শনিবার

শুরুশেষ৩১ আগস্ট, ২০১৯, শনিবারস্থান
সকাল ০৮৩০বেলা ১২০০চেক-ইন / নিবন্ধন (পূর্ব নিবন্ধিত অতিথিদের সবাইকেই চেক-ইন করতে হবে) ক্যাফেটরিয়া
সকাল ১০০০সকাল ১১০০উদ্বোধনী অনুষ্ঠান মিলনায়তন
সকাল ১১০০বেলা ০২০০সম্মিলিত সাহিত্য আসর (স্বরচিত সাহিত্য পাঠ ও সাহিত্যালোচনা) ক্যাফেটরিয়া
বেলা ০২০০বেলা ০২২০রবীন্দ্র কথোপকথনক্যাফেটরিয়া
বেলা ০১৩০বেলা ০২৩০দুপুরের খাবার ও ছোট্ট বিরতি ক্যাফেটরিয়া
বেলা ০২৩০বিকেল ০৪৩০সমান্তরাল সাহিত্য সেমিনার (২ ঘরে মোট ৪টি) ক্যাফেটরিয়া ও সংলগ্ন কক্ষ
বিকেল ০৪৩০বিকেল ০৫৩০আবৃত্তি, আলেখ্য, একাঙ্কিকা ক্যাফেটরিয়া
বিকেল ০৫৩০সন্ধ্যা ০৬৩০লেখক ও বই ক্যাফেটরিয়া
সন্ধ্যা ০৬৩০সন্ধ্যা ০৭১৫শুভেচ্ছা বক্তব্য মিলনায়তন
সন্ধ্যা ০৭১৫রাত ০৮০০নৈশভোজের বিরতি ক্যাফেটরিয়া
রাত ০৮০০রাত ১১০০সাংস্কৃতিক অনুষ্ঠানমিলনায়তন

০১ সেপ্টেম্বর, ২০১৯, রবিবার

শুরুশেষ০১ সেপ্টেম্বর, ২০১৯, রবিবারস্থান
সকাল ০৮০০সকাল ১০০০ সাহিত্য পরিষদের সাংগঠনিক সভাক্যাফেটরিয়া
সকাল ১০০০বেলা ০২০০সম্মিলিত সাহিত্য আসর (স্বরচিত সাহিত্য পাঠ ও সাহিত্যালোচনা)ক্যাফেটরিয়া
বেলা ০১৩০বেলা ০২৩০দুপুরের খাবার ও ছোট্ট বিরতিক্যাফেটরিয়া
বেলা ০২৩০বিকেল ০৪৩০সমান্তরাল সাহিত্য সেমিনার (২ ঘরে মোট ৪টি)ক্যাফেটরিয়া ও সংলগ্ন কক্ষ
বিকেল ০৪৩০বিকেল ০৫০০চা ও আড্ডাক্যাফেটরিয়া
বিকেল ০৫০০বিকেল ০৫২০নজরুল উদ্যোগমিলনায়তন
বিকেল ০৫৩০সন্ধ্যা ০৬০০সাংস্কৃতিক অনুষ্ঠানমিলনায়তন
সন্ধ্যা ০৬০০সন্ধ্যা ০৭০০আবৃত্তিমিলনায়তন
সন্ধ্যা ০৭০০রাত ০৮০০নৈশভোজের বিরতিক্যাফেটরিয়া
রাত ০৮০০রাত ১১০০সাংস্কৃতিক অনুষ্ঠানমিলনায়তন